ভারতের কাছে হেরে শ্রীলংকার যত লজ্জার রেকর্ড

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের মঞ্চে ভারতের কাছে রীতিমতো বিধ্বস্ত হয়েছে শ্রীলংকা। স্বাগতিকদের বিপক্ষে বড় ব্যবধানে পরাজয় উপহার পেয়েছে লংকানরা। এতে কয়েকটি লজ্জার রেকর্ড গড়েছে কুশল মেন্ডিসের দল।

বৃহস্পতিবার মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে আট উইকেটে ৩৫৭ রান করে ভারত। লক্ষ্য তাড়ায় ব্যাটিং বিপর্যয়ে ১৯.৪ ওভারে ৫৫ রানেই গুটিয়ে গেছে লংকানরা। এতে ৩০২ রানের বিশাল ব্যবধানে জয় নিয়ে মাঠ ছেড়েছে মেন ইন ব্লুজরা। বিশ্বকাপ ইতিহাসে রানের হিসেবে এটি দ্বিতীয় সর্বোচ্চ ব্যবধানে জয়।

চলমান বিশ্বকাপে এখন পর্যন্ত সর্বনিম্ন দলীয় সংগ্রহের রেকর্ড এখন শ্রীলংকার দখলে। মুম্বাইয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে ৫৫ রানেই গুটিয়ে গেছে লংকানরা। এর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৯০ রানেই গুটিয়ে গিয়েছিল নেদারল্যান্ডস।

একই সঙ্গে ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে সর্বনিম্ন দলীয় সংগ্রহের ১৪ ও ১৫তম দল হিসেবে জায়গা এখন শ্রীলংকার দখলেই।

ভারতের দেওয়া লক্ষ্য তাড়া করতে নেমে রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরেছেন ৫ ব্যাটার। সেই সঙ্গে আরো তিন ব্যাটার দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেনি।

হারের ব্যবধানে এবারের বিশ্বকাপে প্রথম স্থানে রয়েছে শ্রীলংকা। এতে বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রানের ব্যবধানে জিতেছে ভারত (৩০২ রান)। এর আগে নেদারল্যান্ডসের বিপক্ষে ৩০৯ রানের জয় তুলে নেয় অস্ট্রেলিয়া। যা বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ রেকর্ড রানের জয়।

অবশ্য চলতি বছরের জানুয়ারিতেই ভারতের কাছে ৩১৭ রানে হারের তেতো স্বাদ পায় শ্রীলংকা। আর সবশেষ এশিয়া কাপের ফাইনালে ৫০ রানেই গুটিয়ে গিয়েছিল দাসুন শানাকার দল।

মুম্বাইয়ে ভারতের দেওয়া রান তাড়া করতে নেমে ৬ ব্যাটার ক্যাচ দিয়ে ফিরেছেন। এছাড়া দুইজন লেগ বিফরের ফাঁদে ও দু’জন বোল্ড হয়েছেন। এছাড়া ৫০ রান তুলতেই ৯ উইকেট হারিয়ে ফেলে লংকানরা। ফলে ৫০ ওভারের ক্রিকেটে ১৯.৪ ওভারেই গুঁড়িয়ে যায় ক্রিস সিলভার উডের শিষ্যরা।