স্পোর্টস ডেস্ক : চলমান উইম্বলডন গ্র্যান্ড স্ল্যামে কড়া হুঁশিয়ারি দিল কর্তৃপক্ষ। যেখানে বলা হয়েছে, কোয়াইট রুম বা শান্তির কক্ষে প্রার্থনা অথবা সন্তানকে স্তন্যপান করানোর জন্য। তবে কোনোভাবেই যৌ* মিলনে একত্রিত হওয়া যাবে না।
গত বছরের তিক্ত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েই এবার দর্শকদের জন্য এমন সতর্কবার্তা জারি করা হলো। দ্য টেলিগ্রাফের বরাতে এই খবর প্রকাশ করেছেন এনডিটিভি।
এর আগে, গত বছর ঐতিহ্যবাহী এই টেনিস প্রতিযোগিতায় ১২ নম্বর কোর্টের ঠিক পাশে অবস্থিত কোয়াইট রুম থেকে যুগলের শারীরিক মিলনের শব্দ ভেসে আসে, যা তীব্র অস্বস্তিতে ফেলে আয়োজকদের। এটি শুধু একবার নয়, বরং নিরিবিলি দেখে এই ঘরটিকে একাধিক দর্শকযুগল ব্যক্তিগত মনোরঞ্জনের জন্য ব্যবহার করে বলে অভিযোগ। কিন্তু এ বছর যাতে তেমন কিছু না ঘটে, সেদিকেই কড়া নজর কর্তৃপক্ষের।
মূলত উইম্বলডনের কোয়াইট রুম প্রার্থনা ও মেডিটেশনের জন্য ব্যবহার করা হয়। ভক্তরা চাইলে নিস্তব্ধ এই ঘরে গিয়ে প্রার্থনা করতে পারেন। এমনকি সন্তানদের নিয়ে খেলা দেখতে আসা মায়েরা এই ঘরে শিশু সন্তানকে স্তন্যপান করাতে পারেন। কিন্তু সুযোগ বুঝে নিরিবিলি সেই ঘরের অপব্যবহার করার ঘটনা সামনে আসতেই নড়েচড়ে বসে আয়োজকরা।
এ নিয়ে অল ইংল্যান্ড লন টেনিস ক্লাবের চিফ এক্সিকিউটিভ শেলি বোল্টন বলেন, ‘আমরা এটা নিশ্চিত করতে চাই যে, দর্শকরা যাতে সুযোগ সুবিধার যথাযথ ব্যবহার করেন। যদি সমর্থকদের প্রার্থনা করার প্রয়োজন হয়, তাহলে তারা এই নিরিবিলি জায়গা ব্যবহার করতে পারেন। স্তন্যপান করানোর জন্যও ব্যবহার করা যায় ঘরটি। তবে সুযোগের অপব্যবহার যাতে না হয়, সেদিকে নজর থাকবে আমাদের।’
উইম্বলডনের আসরে যৌ*তা নিয়ে আয়োজকদের অস্বস্তি অবশ্য এই প্রথম নয়। বরং বরাবর ম্যাচ শেষ হওয়ার পরে রাতের দিকে নিকটবর্তী গলফ পার্কে দর্শকদের অসামাজিক কাজকর্মে লিপ্ত হতে দেখা যায়। খেলা দেখার পরে দল বেঁধে পার্কে ভিড় জমান দর্শকরা। সেখানে মাদক সেবন থেকে শুরু করে ঝোপের আড়ালে উদ্দাম যৌ*তায় মেতে উঠতে দেখা যায় অনেককেই।
স্থানীয় মানুষদের এই নিয়ে অভিযোগ দীর্ঘদিনের। ফলে বারবার বিজ্ঞপ্তি জারি করে এই বিষয়ে সতর্কও করা হয়েছে উদ্যোক্তাদের তরফে। পুলিশের টহলদারিরও ব্যবস্থা করা হয়েছে অতীতে। যদিও তাতেও ছবিটা বিশেষ বদলায়নি বলে অভিযোগ। উচ্ছৃঙ্খল দর্শকরা বারবার বিজ্ঞপ্তির পোস্টার ছিঁড়ে সতর্ক বার্তা অমান্য করেন। উল্লেখ্য, এ বছর উইম্বলডন শুরু হয়েছে ৩ জুলাই। ইংল্যান্ডের আয়োজনে এই টুর্নামেন্ট চলবে ১৬ জুলাই পর্যন্ত।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।