আইপিএলে সবচেয়ে বেশি দাম পেয়ে অবাক স্টার্ক

স্পোর্টস ডেস্ক : আইপিএলের নিলামে সব রেকর্ড ভেঙে দিয়েছেন মিচেল স্টার্ক। সবচেয়ে বেশি দাম দিয়ে তাকে কিনেছে কলকাতা নাইটরাইডার্স। রাতারাতি প্রায় ২৫ কোটি রুপির মালিক হয়েছেন স্টার্ক। এতদিন আইপিএল না খেলার কারণে কি আক্ষেপ রয়েছে অস্ট্রেলিয়ার বোলারের?

এক সাক্ষাৎকারে এই প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি। ২০১৫ সালে শেষবার আইপিএলে খেলেছিলেন স্টার্ক। দুই বছর খেলেছিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে। এরপর নয় বছর খেলেননি।

না খেলা নিয়ে স্টার্ক বলেছেন, ‘আমাকে কোনো একটা বিকল্প বেছে নিতেই হতো। না খেলার জন্য আক্ষেপ নেই। তার জন্য টেস্টে ভালো খেলতে পেরেছি। যে সময়টা কাটিয়েছি তার জন্য আমি খুশি। নিলামে আমাকে নিয়ে দলগুলোর আগ্রহ দেখে খুশি হয়েছি। একই সঙ্গে অবাক এবং উত্তেজিতও।’

আইপিএলে এখন পর্যন্ত ২৭ ম্যাচ খেলে ৩৪ উইকেট নিয়েছেন স্টার্ক। একবার ইনিংসে চার উইকেট নিয়েছেন। ২০১৮ সালের নিলামেও তাকে কিনেছিল কেকেআর। কিন্তু শেষ মুহূর্তে চোটের দোহাই দিয়ে নাম তুলে নিয়েছিলেন তিনি।

সম্প্রতি ভারতে বিশ্বকাপে খেলেছেন। ১৬ উইকেট নিয়েছেন। সাফল্য পেয়েই সিদ্ধান্ত নিয়েছেন আইপিএলের নিলামে নাম লেখানোর। তবে ভাবতে পারেননি যে এত দাম উঠতে পারে।