স্টেম সেল চিকিৎসায় ফিরবে চোখের দৃষ্টি

stemcell

লাইফস্টাইল ডেস্ক : স্টেম সেল ব্যবহার করে চোখের ক্ষতিগ্রস্ত কর্নিয়ার ক্ষমতা পুনরুদ্ধারে সফল হয়েছেন জাপানের ওসাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী কোহজি নিশিদা। গবেষণাকালে চারজন রোগীর কর্নিয়া চিকিৎসায় প্রথমবারের মতো স্টেম সেল প্রতিস্থাপন করেন তিনি। অস্ত্রোপচারের পর চারজন রোগীর মধ্যে তিনজন এক বছরের বেশি সময় ধরে ভালোভাবে চোখে দেখছেন বলে জানা গেছে। বিজ্ঞান সাময়িকী ল্যানসেটে এ বিষয়ে একটি গবেষণা ফলাফল প্রকাশিত হয়েছে।

stemcell

গবেষণার তথ্যমতে, চোখের লিম্বল অংশ ক্ষতিগ্রস্ত হওয়া চারজন রোগীকে স্টেম সেলের মাধ্যমে চিকিৎসা দেওয়া হয়। লিম্বাল অংশের ক্ষতির কারণে অন্ধত্বের ঝুঁকি বাড়ে। চিকিৎসার সময় রোগীদের ইনডিউসড প্লুরিপোটেন্ট স্টেম (আইপিএস) কোষ থেকে পাওয়া কর্নিয়া সেল ট্রান্সপ্লান্ট করা হয়।

কোহজি নিশিদার উদ্ভাবিত এ চিকিৎসাপদ্ধতিতে আইপিএস সেলভিত্তিক কৌশল কাজে লাগিয়ে সুস্থ রক্তকণিকাকে পুনর্বিন্যাস করে ব্যবহার করা হয়েছে। এরপর এই কোষ স্বচ্ছ টিস্যু শিট তৈরি করতে ব্যবহার করা হয়, যা ক্ষতিগ্রস্ত কর্নিয়ায় যুক্ত করা যায়। ২০১৯ ও ২০২০ সালের মধ্যে চারজন রোগীকে স্টেম সেল থেরাপি দেওয়া হয়।

ঠিক যেন নিজেকে যেন ফিরে পেলেন খালেদা জিয়া

অপারেশনের কয়েক বছর পর প্রতিস্থাপিত কোষ থেকে কোনো ধরনের জটিলতা বা টিউমার তৈরি হতে দেখা যায়নি। স্টেম সেল কর্নিয়া মেরামতে সাহায্য করার সঙ্গে সঙ্গে নিজস্ব কোষকে উদ্দীপিত করে। নতুন এই কৌশল ব্যবহার করে ব্যক্তিদের দৃষ্টিশক্তি পুনরুদ্ধারের নতুন উপায় হিসেবে দেখছেন বিজ্ঞানীরা।