স্পোর্টস ডেস্ক : অবসর ভেঙে ফিরে আসার পর তৃতীয় ম্যাচেই রেকর্ড গড়া এক ইনিংস খেললেন ‘বেন স্টোকস’। বুধবার নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে ১২৪ বলে ১৮২ রান করে ইংলিশ ক্রিকেটের সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ এখন তার। আর ১৮ রান সংগ্রহ করতে পারলে ইংল্যান্ডের প্রথম ওডিআই ডাবল সেঞ্চুরির রেকর্ডও হয়ে যেতো তার নামে।
স্টোকস ডাবল সেঞ্চুরি পূর্ণ করতে না পারলেও গড়েছেন বড় ইতিহাস। ইংল্যান্ডের হয়ে সবচেয়ে বড় ওডিআই ইনিংস খেলা খেলোয়ার হয়ে উঠেছেন তিনি। তবে ১৮২ রানরে রেকর্ড গড়তে গিয়ে ভেঙেছেন বন্ধু ‘জেসন রয়ের’ সর্বোচ্চ রানের ইনিংসকে। স্টোকসের এমন দুর্দান্ত পারফর্মন্সের দিনে ইংল্যান্ডও পেয়েছে বড় জয়।
এর আগে, ইংল্যান্ডের ইতিহাসে একদিনের ক্রিকেটে ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংসটি ছিল জেসন রয়ের। ২০১৮ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে মেলবোর্নে ১৮০ রান করেছিলেন তিনি। আর গতকাল এ রেকর্ড ভেঙেছেন স্টোকস।
‘জেসন রয়ে’র রেকর্ড ভাঙায় ম্যাচ শেষে ড্রেসিংরুমে রয়ের কাছে নাকি ক্ষমাও চেয়েছেন স্টোকস! তবে উত্তরটা তিনি মজার ছলেই দিয়েছেন, ‘দীর্ঘদিন পর দলে ফিরে অবদান রাখতে পেরে ভালোই লাগছে। ওপরে (ড্রেসিংরুমে) জেসের (জেসন রয়) কাছে ক্ষমা চেয়েছি। সে বলেছে, দারুণ খেলেছ। আমি বলেছি, দুঃখিত। আমার মনে হয় না তার অতটা খারাপ লাগবে। নিজেরই সতীর্থ এটা গড়ায় তার খুশিই হওয়ার কথা।’
ইংল্যান্ডের ওয়ানডে ক্রিকেট ইতিহাসে যে রেকর্ড গড়েছেন স্টোকস ব্যাটিং চলাকালে জানাই ছিল না তার, লাউডস্পিকারে ঘোষণার আগ পর্যন্ত আমি সত্যিই এটা জানতাম না। জানার পরের বলেই আউট হয়েছি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।