কঠিন থেকে কঠিনতর হচ্ছে আমেরিকার ভিসা পাওয়ার নিয়ম। এবার বিদেশি ট্রাক চালকদের কর্মাশিয়াল ভিসা দেয়া বন্ধ করে দিল ডনাল্ড ট্রাম্পের প্রশাসন। এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিও। রুবিওর দাবি, আমেরিকার মাটিতে দিন দিন বিদেশি ট্রাকচালকের সংখ্যা বাড়ছে। তারা এক দিকে যেমন আমেরিকান ট্রাকচালকদের রুজিরুটিতে ভাগ বসাচ্ছেন, অন্য দিকে তেমন তাদের গাফিলতিতে আমেরিকানদের প্রাণ সংশয় হচ্ছে। সেই কারণেই ট্রাম্প প্রশাসন এই সিদ্ধান্ত নিয়েছে।
রুবিয়ওর কথায়, ‘‘এই মুহূর্ত থেকে আমরা সকল বিদেশি বাণিজ্যিক ট্রাকচালককে ভিসা দেয়া বন্ধ করছি। আমেরিকার রাস্তায় বড় ট্রাক্টর-ট্রেলার ট্রাকচালকের সংখ্যা অনেক বেড়ে গিয়েছে। এতে আমেরিকানদের প্রাণ সংশয় হচ্ছে। আমেরিকার ট্রাকচালকদের জীবিকাতেও টান পড়ছে।’’
এই সিদ্ধান্তের পেছনে দায়ী করা হয়েছে এক ভারতীয় ট্রাকচালককে। ফ্লোরিডার হাইওয়েতে সম্প্রতি এক দুর্ঘটনা ঘটে। ট্রাফিক নিয়ম ভেঙে ইউ-টার্ন নেয়ার সময় তিনজনকে পিষে দেয়ার অভিযোগ ওঠে এক ভারতীয় ট্রাক চালকের বিরুদ্ধে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই রুবিওর এই পদক্ষেপ।
ফেডারেল কর্মকর্তাদের অভিযোগ, ভারতের বাসিন্দা হরজিন্দর সিং মেক্সিকো থেকে অবৈধভাবে আমেরিকায় প্রবেশ করেছিলেন। দুর্ঘটনার পর তাকে যে সব প্রশ্ন করা হচ্ছিল, ইংরেজিতে তার উত্তর দিতে পারেননি তিনি। কাগজপত্র খতিয়ে দেখতেই জানা যায়, আমেরিকায় কাজ করার জন্য তার আইনি অনুমোদনই ছিল না। এই বিষয়টি জানাজানি হতেই আরও তৎপর হয় ট্রাম্প প্রশাসন।
মামলাটি ব্যাপক গণমাধ্যমের দৃষ্টি আকর্ষণ করেছে এবং ট্রাম্পের রিপাবলিকান পার্টি নিয়ন্ত্রিত ফ্লোরিডার কর্মকর্তারা বিষয়টি গুরুত্বের সাথে উত্থাপন করেছেন। লেফটেন্যান্ট গভর্নর বৃহস্পতিবার অভিবাসন এজেন্টদের সাথে হরজিন্দর সিংকে ব্যক্তিগতভাবে প্রত্যর্পণ করতে ক্যালিফোর্নিয়ায় উড়ে গেছেন। হরজিন্দর তার বাণিজ্যিক লাইসেন্স পেয়ে ক্যালিফোর্নিয়ায় বসবাস শুরু করায় দুর্ঘটনাটি রাজনৈতিক মাত্রা পেয়েছে।
রাজ্য কর্তৃক সিংকে লাইসেন্স প্রদানের ক্ষেত্রে ট্রাম্প প্রশাসন ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসমকে দায়ী করেছে। নিউসমের কার্যালয় জানিয়েছে যে ট্রাম্পের অধীনে ফেডারেল সরকার সিংকে তার ওয়ার্ক পারমিট দিয়েছে এবং ক্যালিফোর্নিয়া তাকে প্রত্যর্পণে সহযোগিতা করেছে।
দুর্ঘটনার আগেও রিপাবলিকান আইন প্রণেতারা বিদেশি ট্রাকচালকদের টার্গেট করে আসছেন। জুন মাসে, পরিবহন সচিব শন ডাফি একটি নির্দেশ জারি করেছিলেন যে, ট্রাকচালকদের অবশ্যই ইংরেজি বলতে হবে।
মার্কিন যুক্তরাষ্ট্রে ট্রাক চালকদের বাণিজ্যিক লাইসেন্সের জন্য একটি পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়, যার মধ্যে দীর্ঘদিন ধরেই মূল্যায়ন করা হয় যে তারা রাস্তার চিহ্নের মতো মৌলিক বিষয়গুলো ইংরেজিতে জানতে দক্ষ কিনা।
সূত্র : এনডিটিভি
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।