পুতিনের বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জানালেন বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক : পরমাণু অস্ত্র নিয়ে দেওয়া রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বক্তব্যের সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। বৃহস্পতিবার এক বক্তব্যে বাইডেন পুতিনের বক্তব্যকে ‘দায়িত্বহীন’ বলে মন্তব্য করেন।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বুধবার সেন্ট পিটার্সবার্গে আইনপ্রণেতাদের এক অনুষ্ঠানে হুঁশিয়ারি দিয়ে বলেন, কৌশলগত নিরাপত্তা’ হুমকির মুখোমুখি হলে রাশিয়া অস্ত্র ব্যবহারে পিছপা হবে না। ইউক্রেনে কোনো দেশ যদি ‘হস্তক্ষেপ’ করে, তাহলে মস্কোর পক্ষ থেকে দ্রুত জবাব দেওয়া হবে বলেও সতর্ক করেন পুতিন।

পুতিনের এমন বক্তব্যের জবাবে বাইডেন বলেন, পারমাণবিক অস্ত্রের ব্যবহার অথবা ব্যবহারের সম্ভাব্য প্রয়োজনীয়তা নিয়ে কারও নিরর্থক মন্তব্য করা উচিত নয়।

এ সময় বাইডেন বলেন, যুক্তরাষ্ট্র এবং ন্যাটো ইউক্রেনে প্রক্সি যুদ্ধে জড়িত এটা সত্য নয়। ইউক্রেনে ব্যর্থ হয়ে অজুহাত হিসেবে পুতিন এই অভিযোগ করেছে বলেও অভিযোগ করেন তিনি।
সূত্র: সিএএন

ভারতে তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে