গোপাল হালদার, পটুয়াখালী: পটুয়াখালীতে ব্যাটারিচালিত অটোরিক্সার চাকায় ওড়না পেঁচিয়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে পটুয়াখালীর মডেল মসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
অধরা ইসলাম মোহনা (১৮) নামের এ শিক্ষার্থী আগামী ৩০ জুন শুরু হতে যাওয়া এইচএসসি পরীক্ষার্থীয় অংশ নেয়ার কথা। সে পটুয়াখালী সরকারি মহিলা কলেজের মানবিক বিভাগের পরীক্ষার্থী ছিলেন।
নিহত মোহনা পটুয়াখালী পৌরসভার শিমুলবাগ নামক এলাকার মোঃ রাসেল মুন্সীর বড় মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মোহনা কোচিং শেষে খাবার খাওয়ার উদ্দেশ্যে ব্যাটারিচালিত অটোরিকশায় করে শহরের চৌরাস্তা এলাকার রেস্টুরেন্টের দিকে যাচ্ছিলেন। পথে অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লেগে গুরুতর আহত হয়। স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে পটুয়াখালী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত মোহনার বান্ধবী চাদনী আক্তার জানান, তারা তিন বান্ধবী মুসলিম পাড়া থেকে প্রাইভেট পরে শহরের চৌরাস্তায় যাচ্ছিলেন। পথিমধ্যে ইজিবাইকের মোটরের সাথে মোহনার ওড়না পেচিয়ে গলায় ফাঁস লাগে।
পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসা সামিমা নাসরিন জানান, কলেজ ছাত্রী মোহনাকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।
এদিকে ঘটনার পর পরই হাসপাতালে উপস্থিত পুলিশ সদস্যরা নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। এতে মোহনার গলায় ওড়না পেচিয়ে যাওয়ায় দাঁগ পাওয়া গেছে বলে জানান পটুয়াখালী সদর থানার উপপরিদর্শক হিরন মোল্লা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।