Zoom Bangla news
    Facebook Twitter Instagram
    Zoom Bangla news
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • শিক্ষা
    • আরও
      • লাইফস্টাইল
      • বিজ্ঞান ও প্রযুক্তি
      • বিভাগীয় সংবাদ
      • স্বাস্থ্য
      • অন্যরকম খবর
      • অপরাধ-দুর্নীতি
      • পজিটিভ বাংলাদেশ
      • আইন-আদালত
      • ট্র্যাভেল
      • প্রশ্ন ও উত্তর
      • প্রবাসী খবর
      • আজকের রাশিফল
      • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
      • ইতিহাস
      • ক্যাম্পাস
      • ক্যারিয়ার ভাবনা
      • Jobs
      • লাইফ হ্যাকস
      • জমিজমা সংক্রান্ত
    • English
    Zoom Bangla news
    Home » রাবিতে স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ, পুলিশ ফাঁড়িতে আগুন
    ক্যাম্পাস

    রাবিতে স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ, পুলিশ ফাঁড়িতে আগুন

    March 11, 20233 Mins Read

    জুমবাংলা ডেস্ক : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক ছাত্রের সঙ্গে বাসভাড়া নিয়ে বাকবিতণ্ডার জেরে স্থানীয়দের সঙ্গে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় রাবির অন্তত ২০ শিক্ষার্থী আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    রাবিতে স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ

    বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ঘটনাস্থল সংলগ্ন বিনোদপুর পুলিশ ফাঁড়িতে অগ্নিসংযোগ করেছে। শিক্ষার্থীদের দাবি, স্থানীয়রা তাদের ওপর পেট্রোল বোমা ও ককটেল নিক্ষেপ করে। এ নিয়ে ক্যাম্পাস ও পাশের বিনোদপুর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। ওই এলাকায় বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন করা হয়েছে। থেমে থেমে সংঘর্ষ চলছে।

    শনিবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে দফায় দফায় সংঘর্ষ হয়। এতে স্থানীয়দের ইটের আঘাতে ২০ শিক্ষার্থী আহত হওয়ার খবর পাওয়া গেছে। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ বা প্রশাসনকে আসতে দেখা যায়নি বলে অভিযোগ করেছেন শিক্ষার্থীরা। পুলিশের নিষ্কৃয়তার অভিযোগ তুলে শিক্ষার্থীরা ক্যাম্পাস সংলগ্ন বিনোদপুর পুলিশ ফাঁড়িতে অগ্নিসংযোগ করেছে। খবর পেয়ে দমকল বাহিনীর সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণ শুরু করেছে।

    প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের বিনোদপুর গেটে বাসের ভাড়া নিয়ে বাকবিতণ্ডা হয় রাবির সমাজবিজ্ঞান বিভাগের এক শিক্ষার্থীর। এসময় বাসের লোকজনের পক্ষ হয়ে ওই শিক্ষার্থীর সঙ্গে ঝগড়ায় জড়ান স্থানীয় এক যুবক। খবর পেয়ে বিভাগের ৩০/৪০ জন শিক্ষার্থী সেখানে উপস্থিত হলে পরিস্থিতি থমথমে হয়ে উঠে। পরিস্থিতি শান্ত করতে রাবি ছাত্রলীগ সভাপতি গোলাম কিবরিয়া সেখানে উপস্থিত হন। এসময় স্থানীয়রা ছাত্রলীগ নেতাকর্মীদের লক্ষ্য করে ইট ছুঁড়লে তারা ক্যাম্পাসে অবস্থান নেন। এরপর শুরু হয় দফায় দফায় সংঘর্ষ। স্থানীয়রাও দলবদ্ধ হয়ে রাবি শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। এসময় তারা ককটেল বিস্ফোরণ ও রাবি শিক্ষার্থীদের লক্ষ্য করে পেট্টোল বোমাও নিক্ষেপ করে।

    খবর পেয়ে মতিহার, বঙ্গবন্ধু, শের-ই-বাংলা, লতিফ, শাহ মখদুম, আমীর আলী হলের শিক্ষার্থীরা সেখানে জড়ো হয়। তাদের ওপর ঢাকা-রাজশাহী মহাসড়ক থেকে ক্রমাগত ইট ছুঁড়তে থাকে স্থানীয়রা। এসময় স্থানীয়দের সঙ্গে কয়েক দফা ধাওয়া-পাল্টা ধাওয়া ঘটে।

    স্থানীয়দের সঙ্গে সংঘর্ষে ২০ শিক্ষার্থীর আহত হওয়ার খবর পাওয়া গেছে। এদের মধ্যে একজন হলেন ছাত্রলীগ নেতা ও ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মো. সোলাইমান। আহতদের মধ্যে দুজন বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে চিকিৎসা নেন। একজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

    রাত সাড়ে ৭টা পর্যন্ত ঘটনাস্থলে পুলিশকে আসতে দেখা যায়নি। শিক্ষার্থীদের অভিযোগ, তাৎক্ষণিকভাবে তারা বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল বডিকে ঘটনাটি জানিয়েছেন। কিন্তু প্রায় এক ঘণ্টা ধরে সংঘর্ষ চললেও পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ আসেনি। রাবি প্রশাসনের পক্ষ থেকেও কোনো সাড়া মেলেনি। এ খবর লেখা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ও বিনোদপুর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

    রাবি প্রক্টোর অধ্যাপক আসাবুল হক জানান, শিক্ষার্থীদের উপরে স্থানীয়রা সংঘবদ্ধভাবে হামলা চালিয়েছে। এ ঘটনায় তাদের বেশকয়েকজন শিক্ষার্থী গুরুত্বর আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছেন।

    মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, পরিস্থিতি আপতত (রাত ৯টায়) শান্ত। তবে দু’পক্ষের মধ্যে উত্তেজনা চলছে। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে। পুলিশ ফাঁড়ির আগুন নিয়ন্ত্রণে।

    স্থানীয়রা জানান, রাতে হঠাৎ করেই শিক্ষার্থীরা বিনোদপুর বাজারে হামলা চালায়। তারা কয়েকটি দোকান ভাঙচুর করে এবং আগুন দেয়। পুরো বিনোদপুর এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

    ঋণ করে নাসায় যাচ্ছে শাবির ‘টিম অলিক’

    জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



    bedbug killer
    আগুন ক্যাম্পাস পুলিশ ফাঁড়িতে রাবিতে শিক্ষার্থীদের সংঘর্ষ সঙ্গে স্থানীয়দের

    Related Posts

    মেসি

    মেসির সঙ্গে ছবি তুলতে গিয়ে ভক্ত গ্রেফতার

    March 24, 2023
    শাকিব খান

    হোটেলে জ্ঞান হারান শাকিব, সঙ্গে ছিলেন অস্ট্রেলিয়ান নায়িকা

    March 24, 2023
    আনুশকা ও কোহলি

    আনুশকার সঙ্গে প্রথমবার ভয় পেয়ে গিয়েছিলেন কোহলি

    March 23, 2023
    ksrm
    সর্বশেষ খবর
    পাপন

    কালকে খেলা দেখার পর থেকে কাশি হচ্ছে : পাপন

    আমের বাম্পার ফলনের আশা করছেন চাষিরা

    চাহিদা বাড়লে এসএমএস করে মুরগির দাম বাড়ায় তারা

    কেউ ১০ উইকেটে হারে, কেউ ১০ উইকেটে জেতে; ব্যবধান ৪ দিনের!

    হঠাৎ কালবৈশাখীতে ধসে গেল শতাধিক ঘরবাড়ি

    বিশ্বের সর্বোচ্চ হোটেল ভবন হতে যাচ্ছে সিয়েল

    যে দ্বীপে পুরুষের প্রবেশ নিষেধ

    মেসি

    চতুর্থ বিশ্বকাপ জিততে অনেক বছর লাগবে না: মেসি

    ভারতের অভিযোগ কাল্পনিক: টিকটক সিইও

    অভিবাসনপ্রত্যাশী ঠেকাতে যুক্তরাষ্ট্র-কানাডা চুক্তি






    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    © 2023 ZoomBangla News - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.