জুমবাংলা ডেস্ক : তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন এবং নদীপাড়ের সর্বহারা মানুষের শোষনমুক্তির দাবিতে অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়ে বিক্ষোভ ও মানববন্ধন করেছে রংপুরের সর্বস্তরের ছাত্র-জনতা। এসময় পাউবোকে হুঁশিয়ারি দেন তারা।
বুধবার (২৩ অক্টোবর) সকালে নগরীর জেলা প্রশাসকের কার্যালয়ে সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় বিভিন্ন প্লেকার্ড হাতে নিয়ে দীর্ঘ দিনের দাবি আদায়ে স্লোগান দেন অংশগ্রহণকারীরা।
মানববন্ধনে নদী আন্দোলনের নেতারা বলেন, দল যার যার, তিস্তা আন্দোলন সবার। অতিসত্বর খাল কাটা কর্মসূচি চালু করতে হবে। তিস্তা বাঁচলে, কৃষক বাঁচবে। প্রতি বছর বন্যার আগ্রাসনে ফসলি জমিসহ বাড়ি ভিটা বিলীন হয়ে গেলেও কোন পদক্ষেপ নেয়া হচ্ছে না।
এসময় তারা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মকর্তাদের হুঁশিয়ারি দিয়ে বলেন, প্রতি বছর বাধ রক্ষায় কোটি কোটি টাকা খরচ করে জ্বলে না ভাসিয়ে দিয়ে ধীরে ধীরে তিস্তা মহাপরিকল্পনা কাজ শুরু করার আহ্বান জানান। নয়তো দুর্বার আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন তারা।
এসময় উপস্থিত ছিলেন রংপুরের সর্বস্তরের ছাত্র-জনতাসহ তিস্তা, ধরলা, দুধকুমারসহ নদীর তীরবর্তী বসবাসকারী প্রায় ১ হাজার মানুষ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।