হঠাৎ ‘উধাও’ তারকা ক্রিকেটার

ইশান কিষান

স্পোর্টস ডেস্ক : দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট সিরিজ শুরুর আগমুহূর্তে আচমকা ভারতে ফিরে এসেছিলেন উইকেটকিপার ব্যাটার ইশান কিষান। কোনো ম্যাচ না খেলে ফেরত আসার কারণ হিসেবে বলা হয়েছিল মানসিকভাবে ‘ক্লান্ত’ তিনি। এবার ভারতের মাটিতে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও রাখা হয়নি কিষানকে। আসন্ন সিরিজটিই ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ভারতের সর্বশেষ দ্বিপাক্ষিক সিরিজ। এই সিরিজে উইকেটকিপার এই ব্যাটারের না থাকা তার বিশ্বকাপ দলে সুযোগ পাওয়ার সম্ভাবনা শঙ্কায় ফেলে দিলো যেন।

আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে উইকেটরক্ষক হিসেবে অভিজ্ঞ সঞ্জু স্যামসন ও জিতেশ শর্মাকে বেছে নিয়েছে ভারতীয় নির্বাচকরা। যে কারণে সুযোগ মেলেনি ইশান কিষানের। টি-টোয়েন্টি দল থেকে তাকে বাদ দেওয়া একটি স্পষ্ট ইঙ্গিত যে ভারতীয় নির্বাচকরা এখন টি-টোয়েন্টি ফরম্যাটে শুধু সঞ্জু এবং জিতেশের ওপর নির্ভর করতে চায়। টেস্ট এবং ওডিআই দলে তার জায়গাও কেএল রাহুল নিয়েছেন, যিনি এখন সেই ফরম্যাটে প্রথম পছন্দের উইকেটরক্ষক। ভারতীয় দলে পন্তের ফেরার পর ইশানের পক্ষে দলে জায়গা করা আরও কঠিন হয়ে উঠতে পারে। ভারতীয় দলের বাইরে থাকার কারণে ইশানকে নিয়ে এখন অনেক প্রশ্ন করা হচ্ছে।

দীর্ঘদিন ধরে নিয়মিত জাতীয় দলের স্কোয়াডে থাকলেও, ইশান একাদশে তেমন সুযোগ পাননি। জানা গেছে, ২০২৩ সালের ৩ জানুয়ারি থেকে প্রতিটি ভারতীয় স্কোয়াডেই ছিলেন ২৫ বছর বয়সী এই ক্রিকেটার। কিন্তু অন্য কোনো ক্রিকেটারের চোট কিংবা অন্য কারণে অনুপস্থিত থাকলেই কেবল তার খেলার সুযোগ মেলে।

এদিকে ক্রিকবাজের এক প্রতিবেদনে বলা হয়েছে, অনুমতি ছাড়াই একটি টেলিভিশন শোতে অংশ নেওয়ার জন্য তার বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ আনা হতে পারে। তবে তা এখনও নিশ্চিত করা হয়নি। আরও শোনা যাচ্ছে, ব্যক্তিগত কারণ দেখিয়ে বিসিসিআইয়ের কাছে দক্ষিণ আফ্রিকা সফর থেকে বিরতি চেয়েছিলেন ইশান কিষান। এরপর টেস্ট দল থেকে সরে দাঁড়ান তিনি। তার জায়গায় সুযোগ পান কেএস ভরত। বেশ কিছুদিন ধরে বড় ইনিংস খেলতে পারছেন না তিনি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি দলে ছিলেন না তিনি। অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ইশান। আফগানিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে তাকে দলে নেওয়া হয়নি। জাতীয় দল থেকে হঠাৎ করেই উধাও হয়ে গেছেন তিনি।

সংবাদ সংস্থা পিটিআইকে বিসিসিআইয়ের একটি সূত্র বলেছে যে, ‘ইশান বেশি খেলার সুযোগ পাচ্ছিলেন না এবং তাকে ভ্রমণ করতে হচ্ছিল, সেই কারণে তিনি খুশি ছিলেন না। তিনি এখন বিরতিতে আছেন এবং ছুটি কাটাচ্ছেন। যাই হোক না কেন, নির্বাচকরা সম্ভবত কিশানকে এড়িয়ে সামনের দিক তাকাচ্ছেন। ইংল্যান্ডে তাকে বাছাই করা হলে এটি আকর্ষণীয় হবে। টেস্ট সিরিজে কেএস ভরত স্টাম্পের পেছনে ফিরে আসবে।’

এ ছাড়া ২৫ বছর বয়সী ইশান কিষান সৌরাষ্ট্রের বিরুদ্ধে রঞ্জি ট্রফির প্রথম রাউন্ডে তার রাজ্য ঝাড়খণ্ডের হয়ে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন। রাজ্য অ্যাসোসিয়েশন জানিয়েছে, তারা কিষানের সঙ্গে যোগাযোগ করবেন এবং মঙ্গলবার সন্ধ্যার মধ্যে তার নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত নেবেন। ইশান ভারতে থাকলেও তার সঙ্গে কেউ যোগাযোগ করতে পারেনি। এমনকি তার ঝাড়খন্ডের কিছু সতীর্থ তার সঙ্গ যোগাযোগ করার চেষ্টা করেছিল কিন্তু খুব একটা সফল হয়নি।

টিম ইন্ডিয়ার হয়ে তিন ফরম্যাটেই ক্রিকেট খেলেছেন ইশান কিষান। ভারতের হয়ে ২টি টেস্টে ৭৮ রান, ২৭টি ওয়ানডেতে ৯৩৩ রান এবং ৩২টি টি-টোয়েন্টি ম্যাচে ৭৯৬ রান করেছেন। তিন ফরম্যাটে তার নামের পাশে মাত্র একটি সেঞ্চুরি রয়েছে।