সুয়েব রানা, সিলেট : সুনামগঞ্জ রেঞ্জ সিলেট বন বিভাগের বাস্তবায়নে, জেলা ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় হিজল, করচ, বরুণ প্রজাতির ২৫ হেক্টর অর্থাৎ চল্লিশ হাজার রোপন কার্যক্রমের উদ্বোধন করেন- বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা।
এরই ধারাবাহিকতায় বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২ টায় রৌয়াকান্দা ওয়াচ টাওয়ার সংলগ্ন টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে বনায়ন কার্যক্রমের শুভ উদ্বোধন করেন উদ্বোধীন অনুষ্ঠানের প্রধান অতিথি সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলে- সিলেট বিভাগীয় বন কর্মকর্তা মো হুমায়ুন কবির, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন- এই দেশটা বাচ্চাদের, তারা যদি দায়িত্বশীল হয় দেশটা সুন্দর থাকবে। এই কারণে শিক্ষার্থীদের বৃক্ষ রোপণে সম্পৃক্ত করা হয়েছে। জীববৈচিত্র্য রক্ষায় আমাদের সবাইকে সচেতন হতে হবে।
বিভাগীয় বন কর্মকর্তা মো. হুমায়ুন কবির তাঁর বক্তব্যে বলেন- বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের মাধ্যমে ৫ ফুট উচ্চতার সুন্দর সতেজ চারা রোপণের মাধ্যমে চল্লিশ হাজার রোপন কার্যক্রম চলমান থাকবে। তিনি আরো বলেন, রামসার সাইট খ্যাত জীববৈচিত্র্য ভরপুর টাংঙ্গুয়ার হাওর রক্ষায় আমাদের অভিযান অব্যাহত থাকবে।
এসময় উপস্থিত ছিলেন- বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা শাখার সভাপতি ইমন দোজা, সুনামগঞ্জ রেঞ্জের বন কর্মকর্তা মো. সাদ উদ্দিন আহমেদ, মোয়াজ্জেমপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো মিছবাহুল আলম, বাদাঘাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাফিকুল ইসলাম উজ্জল, সহকারী শিক্ষক জাকির হোসেন, মোয়াজ্জমপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী জিয়াদুল, আলিফা আক্তার, রিয়া আক্তার, সূর্য তালুকদার, ফাতেহা বেগম, তহুরা বেগম, পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী সোহন, আবু তাহের, তাইমা, নোহা বেগম প্রমুখ। বৃক্ষ রোপণ কার্যক্রমে ছাত্র শিক্ষকসহ সর্বস্তরের জনসাধারণ অংশ নেয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।