বিনোদন ডেস্ক : বলিউডের বর্ষীয়ান সুপারস্টার সানি দেওল। সম্প্রতি তিনি প্রত্যাবর্তন রাজকীয় করলেন বলিউডের ময়দানে। বক্স অফিস দুমড়ে মুচড়ে দিয়েছেন তিনি ‘গাদার ২’ দিয়ে। তার অভিনয় জীবনের সবচেয়ে বড় ব্লকবাস্টার ‘গাদার ২’ একের পর এক রেকর্ড সৃষ্টি করে যাচ্ছে বক্স অফিসে। সিনেমাটির আয় ইতিমধ্যেই প্রায় ৫০০ কোটি টাকা অতিক্রম করতে চলেছে। তাই সিনেমাটির গোটা টিম শনিবার (২ সেপ্টেম্বর) মুম্বাইয়ে একটি দুর্দান্ত সাফল্যের অনুষ্ঠানের আয়োজন করে।
সেই অনুষ্ঠানে বলিউড বাদশা শাহরুখ খান-সহ হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির বহু তাবড় অভিনেতা উপস্থিত ছিলেন। একদিকে যেমন স্ত্রী গৌরী খানের সঙ্গে এসেছিলেন শাহরুখ। তেমনই সালমান খান এবং আমির খানও উপস্থিত হয়েছিলেন। তিন খান ছাড়াও অজয় দেবগন, অনুপম খের থেকে হালের সেনসেশান কার্তিক আরিয়ান হাজির ছিলেন অনুষ্ঠানে। এই সুযোগে দীর্ঘদিন পর তিন খানের সঙ্গেই ক্যামেরার সামনে পোজ দেন সানি। অতীতের তিক্ততা ভুলে একে অপরকে বুকে জড়িয়ে নেন।
এদিন বলিউডের মেগাস্টার সালমান খানকে নতুন লুকে দেখা গেছে অনুষ্ঠানে। সম্প্রতি চুল ছেটে ফেলেছেন সালমান, আর সেই লুকেই হাজির হলেন সানির অনুষ্ঠানে। সালমান খান প্রবেশ করছিলেন যখন তরুণ অভিনেতা কার্তিক আরিয়ান ছবির জন্য পোজ দিচ্ছিলেন। এরপর সালমান-কার্তিক দুজন একে অপরকে উষ্ণ আলিঙ্গন করে শুভেচ্ছা জানিয়ে একসঙ্গে ছবির জন্য পোজ দিয়েছেন।
অন্যদিকে আমির খানকে পার্টিতে দেখা গেছে একটি কালো টি-শার্ট এবং বাঁকানো গোঁফে। চোখে চশমা ছিল অভিনেতার। গাদার ২-এর সাফল্য উদযাপন করতে তিনিও যোগ দেন সকলের সঙ্গে। বলিউড তারকা অজয় দেবগন তার স্ত্রী কাজলের সঙ্গে পার্টিতে প্রবেশ করেন। এছাড়াও একে একে পার্টিতে আসেন অভিষেক বচ্চন, অনুপম খের, শিল্পা শেঠি, সুনীল শেঠি, কিয়ারা আদভানি, সিদ্ধার্থ মালহোত্রা, জনি লিভার, অনিল কাপুর সহ বলিউডের অনেক জনপ্রিয় তারকারা।
শাহরুখ খান বর্তমানে ‘জাওয়ান’র মুক্তির জন্য অপেক্ষা করছেন, যা ৭ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। অ্যাটলি পরিচালিত সিনেমাটিতে নয়নতারা প্রধান নারী চরিত্রে এবং বিজয় সেতুপতি প্রধান ভিলেন হিসেবে অভিনয় করেছেন। সিনেমাটির অগ্রিম বুকিং এতটাই তুঙ্গে, যে বলাই যায় ‘গাদার ২’-এর মতো জনপ্রিয়তা লাভ করতে চলেছে ‘জাওয়ান’ও।
সালমান খানের পরবর্তী সিনেমা ‘টাইগার ৩’ দীপাবলিতে মুক্তি পেতে চলেছে। যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের এক থা টাইগার, টাইগার জিন্দা হ্যায়, যুদ্ধ এবং পাঠানের পর পঞ্চম সিনেমা আমির খানও তার অভিনয় বিরতি শেষ করে শীঘ্রই ফিরে আসতে চলেছেন। জানা গিয়েছে, দাঙ্গল অভিনেতা পরবর্তী সিনেমা মুক্তির দিন হিসেবে ২০২৪ সালের ক্রিসমাসকেই বেছে নিয়েছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।