বিনোদন ডেস্ক: সাম্প্রতিক সময়ে ওমর সানী, মৌসুমী ও জায়েদ খানের সম্পর্ক বেশ ভালোই চলছিল। সোশ্যাল মিডিয়াতে তাদের বেশ হাসিখুশি ছবি দেখা গেছে। তবে গতকাল রাতে শোনা গেলো তাদের মধ্যে কোনো এক দ্বন্দ্ব চলছে।
গত শুক্রবার যার জেরে রাজধানীর একটি কনভেনশন হলে ডিপজলের ছেলের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানে এক অপ্রীতিকর ঘটনা ঘটে।
ওমর সানীর দাবি, শুক্রবারের ওই অনুষ্ঠানে জায়েদ খানকে চড় মেরেছেন তিনি। এ সময় জায়েদ পিস্তল বের করে গুলি করার হুমকি দেয় তাকে।
তবে চড় ও পিস্তল তোলার বিষয়টি ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন জায়েদ খান। ডিপজলও বলেন, পুরো বিষয়টিই ভিত্তিহীন ও অসত্য।
এদিকে রবিবার (১২ জুন) বিকেলে ওমর সানী কারও নাম উল্লেখ না করেই ফেসবুকে লিখেছেন, আমি ততক্ষণ নীরব থাকি যতক্ষণ না পর্যন্ত আমার আত্মসম্মানে আঘাত না লাগে। এক ঘণ্টা না পেরুতেই সানীর সেই পোস্টে প্রায় ছয় হাজার রিয়েক্ট, এক হাজারের মতো কমেন্টস ও ৩৩ বার শেয়ার হয়েছে। ধারণা করা হচ্ছে, জায়েদকে উদ্দেশ্য করেই পোস্টটি দিয়েছেন সানী।
তবে মৌসুমীর সঙ্গে জায়েদ যে খারাপ আচরণ করেছেন এমন অভিযোগে এতো কাণ্ড তা নিয়ে নায়িকা এখনো মুখ খোলেননি। সানী এও অভিযোগ করেন জায়েদের কারণে অনেক মেয়ের সংসার ভেঙেছে। আর এই মন্তব্য ঘিরে প্রশ্ন উঠেছে, তবে কী সানী ও মৌসুমীর সংসারে ভাঙনের সুর দেখা দিয়েছে। সংসারে টানাপোড়েনের কারণেই কী ওমর সানী এতো অভিযোগ করছেন?
তবে যাকে নিয়ে এত কথা, সেই মৌসুমীই ঘুরে গেলেন ৩৬০ ডিগ্রি।
বললেন, ‘আমার প্রসঙ্গটা অহেতুক টানা হয়েছে। জায়েদের সঙ্গে একজন শিল্পী যে সম্পর্ক, তা-ই আছে। আমি জায়েদকে অনেক স্নেহ করি, ও আমাকে যথেষ্ট সম্মান করে। আমাদের মধ্যে যতটুকু কাজের সম্পর্ক, সেটা খুবই ভালো একটা সম্পর্ক। আমাকে অসম্মান করার কোনও প্রশ্নই ওঠে না। সে অনেক ভালো ছেলে। সে কখনোই আমাকে অসম্মান করেনি।’
কিছুটা বিরক্ত মৌসুমী বলেন, ‘কেন এই প্রশ্নটা বারবার আসছে যে, সে আমাকে বিরক্ত করছে- উত্যক্ত করছে! এই জিনিসটা আমি বুঝতে পারছি না। এটা যদিও একান্তই আমাদের ব্যক্তিগত সমস্যা। সে সমস্যা আমাদের পারিবারিকভাবেই সমাধান করা দরকার ছিল।’
তিনি মনে করেন জায়েদ খানের মধ্যে তেমন একটা দোষ নেই। সাম্প্রতিক ঘটনাতেও সেটা স্পষ্ট। মৌসুমীর ভাষ্য, ‘এখানে জায়েদের খুব একটা দোষ আমি পাইনি। আমাকে ছোট করার মধ্যে অন্যের আনন্দ কেন? যাকে আমরা অনেক শ্রদ্ধা করে আসছি সেই ওমর সানী ভাই কেন এত আনন্দ পাচ্ছেন- সেটা আমি বুঝতে পারছি না! আমার কোনও সমস্যা থাকলে অবশ্যই আমার সঙ্গে সমাধান করবে, সেটিই আমি আশা করি।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।