রিয়াল মাদ্রিদে জাবি আলনসোর ভবিষ্যৎ বেশ কিছুদিন ধরেই অনিশ্চয়তায় ছিল। তারকাবহুল দল থাকা সত্ত্বেও মাঠে প্রত্যাশিত পারফরম্যান্স দেখাতে পারছিল না ইউরোপের সবচেয়ে সফল ক্লাবটি। শেষ পর্যন্ত সেই অনিশ্চয়তারই পরিসমাপ্তি ঘটল। স্প্যানিশ সুপার কাপের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে পরাজয়ের পর চাকরি হারালেন আলনসো।

ফাইনালে হারের পরদিনই আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে আলনসোর সঙ্গে চুক্তি বাতিলের ঘোষণা দেয় রিয়াল মাদ্রিদ। ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, পারস্পরিক সমঝোতার ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আলনসোর বিদায়ের খবর ঘোষণার সঙ্গে সঙ্গেই নতুন কোচের নামও জানিয়ে দেয় লস ব্লাঙ্কোসরা। ক্লাবের সাবেক ডিফেন্ডার আলভারো আরবেওলাকে চলতি মৌসুমের বাকি সময়ের জন্য প্রধান কোচের দায়িত্ব দেওয়া হয়েছে।
৪২ বছর বয়সী আরবেওলা স্পেন জাতীয় দলের হয়ে ২০১০ বিশ্বকাপ জয়ের অভিজ্ঞতা অর্জন করেছেন। খেলোয়াড় হিসেবে রিয়ালে সাত মৌসুম কাটিয়ে দুটি চ্যাম্পিয়নস লিগসহ মোট আটটি শিরোপা জিতেছেন তিনি। গত বছরের জুন থেকে রিয়াল মাদ্রিদ কাস্তিয়া—ক্লাবের বি দলের কোচ হিসেবে কাজ করছিলেন আরবেওলা। কোপা দেলরের ম্যাচ দিয়েই বুধবার রাতে তাঁর কোচিং অধ্যায় শুরু হবে।
চলতি বছরের জুনে ফিফা ক্লাব বিশ্বকাপ সামনে রেখে তিন বছরের চুক্তিতে রিয়ালের কোচ হিসেবে দায়িত্ব নেন জাবি আলনসো। কিলিয়ান এমবাপ্পে, ভিনিসিয়ুস জুনিয়র ও জুড বেলিংহামের মতো তারকাদের নিয়ে দল গড়া হলেও কাঙ্ক্ষিত ধারাবাহিকতা পায়নি তার দল।
আলনসোর অধীনে রিয়াল মাদ্রিদ ৩৪টি ম্যাচ খেলেছে। এর মধ্যে ২৪টিতে জয় পেলেও ছয় ম্যাচে হেরেছে এবং চারটি ম্যাচ ড্র করেছে। লা লিগায় ১৯ ম্যাচ শেষে বার্সেলোনার চেয়ে চার পয়েন্ট পিছিয়ে রয়েছে তারা।
চ্যাম্পিয়নস লিগেও সন্তোষজনক ছিল না পারফরম্যান্স। ছয় ম্যাচের দুটিতে হেরেছে রিয়াল—ম্যানচেস্টার সিটি ও লিভারপুলের বিপক্ষে পরাজয় তাদের হতাশা আরও বাড়িয়ে দেয়।
(এএফপি)
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


