বিনোদন ডেস্ক : বক্সঅফিসে বিরাট হিট। কিন্তু তার পরেও এই সব ছবিতে ছিল বেশ কিছু ভুল। সেই ভুলগুলির ক’টি আপনার চোখে পড়েছে? মিলিয়ে দেখে নিন তো।
প্রতিটা দৃশ্য থেকে শুরু করে তারকাদের পোশাক পর্যন্ত বেশ যত্ন নিয়েই তৈরি হয়েছে এই ছবিগুলি। আমির খান থেকে শাহরুখ খান পর্যন্ত নামজাদা তারকারা অভিনয় করেছেন এই সব ছবিতে। বক্সঅফিসেও বিরাট হিট। কিন্তু তার পরেও এই সব ছবিতে এমন কিছু বড় ভুল থেকে গিয়েছে, যা রীতিমতো বিস্ময়কর।
আমির খানের ব্লকবাস্টার ছবি ‘লগান’ অনেকেই দেখেছেন। ছবির কেন্দ্রে ছিল ক্রিকেট খেলা। সেখানে প্রতি ওভারে ৬টি করে বল হত। কিন্তু সেই সময়ে ম্যাচে এক ওভারে ৮ বল হত। এটি ছিল ছবিটির একটি বড় ভুল।
‘হাম দিল দে চুকে সনম’ ছবিতে প্রধান চরিত্রে রয়েছেন ঐশ্বর্য রাই বচ্চন, অজয় দেবগন এবং সলমন খান। ছবিতে একটি বড় ভুল ছিল। ঐশ্বর্য ছবিতে সলমনকে খুঁজতে ইতালি যান এবং সেখানে তিনি একটি ব্রিজে দৌড়ে যান বলে দেখানো হয়। সেই সেতুটি মোটেই ইতালিতে নয়, হাঙ্গেরিতে।
শাহরুখ খান অমিতাভ বচ্চনের মতো সুপারস্টারদের নিয়ে তৈরি হিট ছবি ‘কভি খুশি কাভি গম’। ছবির গল্প ১৯৯১ সালের। ছবির একটি দৃশ্যে অমিতাভ বচ্চন ‘আতি কেয়া খান্ডালা’ গানটি গেয়েছেন। ভুল হল এই গানটি ১৯৯৮ সালে মুক্তি পাওয়া ‘গুলাম’ ছবির। তাহলে ১৯৯১ সালে গানটি এল কীভাবে?
‘থ্রি ইডিয়টস’ অনেকেরই খুব প্রিয় ছবি। আমির খান, আর. মাধবন এবং শারমন জোশির ছবিটি সুপারহিট হয়েছিল। কিন্তু ছবিতে বড় ভুল করেন রাজকুমার হিরানি। আমির তাঁর বন্ধুদের নাম বোর্ডে লেখেন, কিন্তু যখন তিনি আন্ডারলাইন করেন, তখন তাঁর হাতের লেখা বদলে যায়।
শাহরুখ খান অভিনীত ছবি ‘রা.ওয়ান’-এ তাঁর চরিত্রের নাম শেখর সুব্রহ্মানিয়াম। তিনি একজন দক্ষিণ ভারতীয়। কিন্তু তার মৃত্যুর পর খ্রিস্টান রীতি অনুযায়ী তাকে দাহ করা হয়। এরপর দ্বিতীয় দৃশ্যে শেখরের স্ত্রী সোনিয়া অর্থাৎ কারিনা কাপুরকে নদীতে ছাই ফেলতে দেখা যায়। ছবিতে অন্ত্যেষ্টিক্রিয়ার পদ্ধতি ঠিক নয়।
ফারহান আখতারের সুপারহিট ছবি ‘ভাগ মিলখা ভাগ’ আজও মানুষের মনে রয়ে গিয়েছে। কিন্তু এই ছবিতেও একটা বড় ভুল ছিল। ছবিতে দেখানো হয়েছিল পঞ্চাশের দশকে ফারহান গাইছেন ‘নানহা মুন্না রাহি হুঁ’ গানটি। আসলে এই গানটি ১৯৬২ সালে মুক্তি পাওয়া ‘সান অফ ইন্ডিয়া’ ছবির।
আমির খান, সুশান্ত সিং রাজপুত এবং আনুষ্কা শর্মা ‘পিকে’ ছবিতে অভিনয় করেন। কিন্তু এই ছবিতেও একটি বড় ভুল ছিল। ছবিতে সুশান্তের চরিত্র অনুষ্কাকে বলে যে, সে ব্রুজ শহরের পাকিস্তানি দূতাবাসে কাজ করে। কিন্তু ওই শহরে কোন পাকিস্তানি দূতাবাসই নেই।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।