এবার নারী আইপিএলে ডাক পেলেন বাংলাদেশের সুপ্তা

স্পোর্টস ডেস্ক : মেয়েদের আইপিএল হিসেবে পরিচিত ভারতের ‘উইমেন্স টি-টুয়েন্টি চ্যালেঞ্জে’র খেলোয়াড় তালিকায় বাংলাদেশের সালমা খাতুনের পর এবার ডাক পেলেন শারমিন আক্তার সুপ্তাও।

আগামী ২৩ থেকে ২৮ মে পর্যন্ত পুনেতে অনুষ্ঠিত হবে এবারের নারীদের আইপিএল বা উইমেন্স টি-২০ চ্যালেঞ্জ। নিউজিল্যান্ডে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে ভালো পারফরম্যান্স দেখান সালমা। যে কারণে দ্বিতীয়বারের মতো আইপিএলে ডাক পেয়েছেন তিনি।

এরই মধ্যে দু’জনকেই অনাপত্তিপত্র দিয়েছে বিসিবি। এমন সুযোগ পেয়ে নারী ক্রিকেটে দেশের প্রথম সেঞ্চুরিয়ান শারমিন উচ্ছ্বসিত। মেয়েদের আইপিএলের অভিজ্ঞতা তিনি জাতীয় দলে কাজে লাগাতে চান।

নিজের অনুভূতি সম্পর্কে শারমিন গণমাধ্যমকে বলেন, ‘সুযোগ পেয়ে আমি খুবই এক্সাইটেড। আমি আমার সেরাটা উজাড় করে দেওয়ার চেষ্টা করব। অবশ্যই এটা একটা বড় টুর্নামেন্ট। বিশ্বের সেরা ক্রিকেটাররা এই টুর্নামেন্টে খেলবে। ওখানে আমি অনেক কিছুই শিখতে পারবো।’

তবে কি মুস্তাফিজের আইপিএল শেষ!