লাইফস্টাইল ডেস্ক : ফল শরীরের জন্য কতটা উপকারী এটা কমবেশি সবারই জানা। তবে ফল খাওয়ার সঠিক সময় কোনটি, তা নিয়ে নানা বিতর্ক রয়েছে। দিনের যেকোন সময়ই ফল খাওয়া যায়। তবে বেশ কিছু ফল রয়েছে যেগুলি রাত বা সন্ধ্যার সময় খাওয়া উচিত নয়। অনেকে রাতে ফ্রুট সালাদও খান। সেই সালাদ তৈরির সময় এই ফলগুলি বাদ দেওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। তাদের মতে, রাতে এসব ফল খাওয়া শরীরের জন্য বিষাক্ত হতে পারে।
সূর্যাস্তের পর যেসব ফল খেলে শরীরের ক্ষতি হয়-
তরমুজ : গ্রীষ্মকালীন ফল তরমুজ রাতে বা সন্ধ্যায় খাওয়া উচিত নয়। এটি শরীর ঠান্ডা করে। রাতে খেলে পেটে গ্যাস, হজমের সমস্যা হতে পারে। তাই এটি দিনের বেলাই খাওয়া ভালো।
আঙুর: আঙুরে চিনির পরিমাণ বেশি থাকে। রাতের বেলা এই ফল খেলে হজম প্রক্রিয়া ব্যাহত হয়,পেট ভারী লাগতে পারে। তাই এটি দিনের বেলা খাওয়া ভালো।
কলা : রাতের বেলা কলা খেলে শরীরে মেলাটোনিন নামক হরমোনের মাত্রা বেড়ে যায়। যা ঘুমের অভ্যাস নষ্ট করতে পারে। কোষ্ঠকাঠিন্য ও গ্যাসের সমস্যা তৈরি করতে পারে।
শসা : এই ফলে পানির পরিমাণ বেশি থাকায় এটি খেলে শরীরে পানির পরিমাণ বেড়ে যায়। রাতের বেলা শসা খেলে বার বার প্রস্রাব পেতে পারে। যার ফলে ঘুমে ব্যাঘাত হতে পারে। তাই এটি দিনের বেলা খাওয়া ভালো।
থাইল্যান্ডে নেওয়া হলো জুলাই বিপ্লবে আহত সিএনজি চালক আশরাফুলকে
আম: আমের মৌসুমে অনেকেই সকাল, দুপুর আবার রাতেও আম খান। তবে রাতে আম খাওয়া ঠিক নয়। এতে চিনির পরিমাণ বেশি থাকে। যা রাতের বেলা হজম প্রক্রিয়াকে ধীর করে। যদি কেউ রাতে বেশি আম খান, তার ফলে পেটে ভার অনুভব হয়। এর ফলে ঘুমে সমস্যা হয়।
কমলালেবু: কমলালেবু থাকা সাইট্রাস অ্যাসিড রাতের বেলায় শরীরে তাপ তৈরি করতে পারে। এটি খেলে পেটে জ্বালা, অ্যাসিডিটির মতো সমস্যা হতে পারে। তাই কমলালেবু দিনের বেলায় খাওয়া ভালো।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।