আবির হোসেন সজল : লালমনিরহাট জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে এবং বিসিক লালমনিরহাট জেলা কার্যালয়ের আয়োজনে শুরু হলো তারুণ্যের উৎসব ও বিসিক উদ্যোক্তা মেলা- ২০২৫।
১০ ফ্রেরুয়ারি সোমবার বিকাল ৪টায় লালমনিরহাট কালেক্টরেট মাঠে ১০ দিনব্যাপী এ মেলার উদ্বোধন করেন লালমনিরহাট জেলা প্রশাসক এইচ.এম. রকিব হায়দার। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম। উদ্বোধনকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লালমনিরহাট মোঃ মাহবুবুর রহমান, লালমনিরহাট জেলা বিসিকের উপব্যবস্থাপক মোঃজাহাঙ্গীর আলম সহ জেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা বৃন্দ।
মেলায় ৬৯টি প্রদর্শনী স্টলে সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তর ও সংগঠন তাদের কর্মকান্ড তুলে ধরার পাশাপাশি পণ্যসামগ্রী বিক্রয়ের সুযোগ পাচ্ছেন। লালমনিরহাট কালেক্টরেট মাঠে এ মেলা চলবে ১৯ ফেব্রুয়ারি বুধবার পর্যন্ত।
মেলা উপলক্ষ্যে সাংবাদিকদের প্রেস ব্রিফিংকালে জেলা প্রশাসক এইচ.এম. রকিব হায়দার বলেন, মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয়ের নির্দেশনা এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে বিসিক, পাট অধিদপ্তর, মহিলা বিষয়ক অধিদপ্তর, জেলা প্রশাসন এবং অন্যান্য বিভিন্ন সংস্থার অংশগ্রহণে এ তারুণ্যের উৎসব ও বিসিক উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হচ্ছে। তরুণদের রক্তের বিনিময়ে প্রাপ্ত বৈষম্য বিরোধী নতুন বাংলাদেশে আমাদের সভ্যতা ও সংস্কৃতির সাথে তরুণ প্রজন্মের পরিচয় করিয়ে দিতেই মূলতঃ এ মেলার আয়োজন।
তারুণ্যের উৎসব ও বিসিক উদ্যোক্তা মেলা সফল করতে জেলা পুলিশের পক্ষ থেকে যথাযথ নিরাপত্তার ব্যবস্থা রাখা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
উল্লেখ্য, তরুণ প্রজন্মকে উজ্জ্বীবিত করতে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে এ তারুণ্যের উৎসব অনুষ্ঠিত হচ্ছে ৫১ দিন ব্যাপী। বিপিএল এর সাথে সম্পর্ক রেখে সরকার এ উদ্যোগ গ্রহণ করেছেন বলে জানা গেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।