স্পোর্টস ডেস্ক : চলতি বছর অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে আলো ছড়িয়ে জাতীয় দলে ডাক পান বাংলাদেশ নারী দলের অলরাউন্ডার স্বর্ণা আক্তার। ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দুটি ম্যাচ খেলেছেন। আজ সকালে মিরপুরে ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডেতে পঞ্চাশ ওভারের অভিষেক ক্যাপ মাথায় পরেন এই অলরাউন্ডার। তবে মাঠে আর নামা হয়নি তার। বরং ছুটতে হয়েছে হাসপাতালে!
বৃষ্টিবিঘ্নিত দিনে টস হেরে ব্যাট করতে নেমে ৪৪ ওভার ব্যাট করার সুযোগ ছিল বাংলাদেশের। তবে ৪৩ ওভারে ৯ম উইকেটের পতন ঘটলে মাঠ ছাড়েন সবাই। তখনই জানা যায়, স্বর্ণা অসুস্থ এবং মাঠেই নেই।
দলের একটি সূত্র জানিয়েছে, ব্যাটিঙে নামার প্রস্তুতি নিয়ে প্যাড পরা ছিলেন, হঠাৎ অ্যাপেনডিক্সের ব্যথা বেড়ে যায় স্বর্ণার। তাই মাঠ থেকে সরাসরি এভারকেয়ার হাসপাতালে নেয়া হয় তাকে। সেখানে চিকিৎসকের অবজারভেশনে রাখা হয়েছে তাকে। অস্ত্রোপচার করা হতে পারে। তেমনটা হলে তিন ম্যাচের এই সিরিজে আর খেলার সম্ভাবনা নেই তার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।