জুমবাংলা ডেস্ক : আগামী পহেলা ফেব্রুয়ারি ব্রাহ্মণবাড়িয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে জেলা বিএনপির সম্মেলন। এই সম্মেলনকে ‘কূট কৌশলে’র মাধ্যমে ত্যাগী নেতাদের বাদ দিয়ে করা হচ্ছে বলে দাবি করেছে জেলার একটি অংশ। ইতিমধ্যে তারা সম্মেলনের প্রতিবাদে মশাল মিছিল করেছেন। এবার প্রতিবাদ জানালেন ঝাড়ু মিছিল করে।
সোমবার (২৭ জানুয়ারি) রাতে সম্মেলনের প্রতিবাদে আয়োজিত ঝাড়ু মিছিলটি শহরের শিমরাইলকান্দি এলাকা থেকে বের হয়ে বিভিন্ন সড়ক ঘরে টেংকের পাড় মাঠ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
এ সময় জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট শফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক সহসভাপতি গোলাম সারোয়ার খোকন, অ্যাড. আনিসুর রহমান মনজু, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবিএম মমিনুল হক, সাবেক কোষাধক্ষ্য জসিম উদ্দিন রিপন, সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ আলী আজম, জেলা যুবদলের সভাপতি শামীম মোল্লা, সহ সভাপতি রাশেদ কবির আকন্দ প্রমুখ।
বক্তারা বলেন, জেলা বিএনপির নামে একটি কুচক্রি মহল ‘তথাকথিত’ বিএনপি নেতা কবির আহমেদের ‘কূট কৌশলে’র মাধ্যমে এই সম্মেলনের আয়োজন করছে। তারা পূর্ণাঙ্গ ভোটার লিস্ট না করে ত্যাগী, নির্যাতিত এবং বিএনপির মূলধারার নেতাকর্মীদের বাদ দিয়ে সম্মেলন করতে চাচ্ছে। কিন্তু তা কখনও মেনে নেওয়া হবে না।
সম্মেলনের এই আয়োজনকে ‘প্রহসন’ উল্লেখ করে তারা বলেন, সম্মেলন স্থগিত না করা পর্যন্ত তাদের এই আন্দোলন চলবে।
ঝাড়ু মিছিলে বিপুল সংখ্যাক নারীসহ জেলা বিএনপির একাংশের নেতাকর্মীরা ও জেলা যুবদল ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে গত ২৮ ডিসেম্বর ও ১৮ জানুয়ারি জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু এক পক্ষ সম্মেলন সব প্রস্তুতি নিলেও অপর পক্ষের বিরোধিতার জন্য দুটি তারিখই পরিবর্তন করে কেন্দ্রীয় বিএনপি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।