লাইফস্টাইল ডেস্ক : আমাদের দেশে বিভিন্ন ধরনের আচার তৈরি হয়। সব আচারই বেশ মসলা এবং সরিষার তেল দিয়ে করা হয়। কিন্তু এই আচারে নেই বেশি মসলা। মিষ্টি এবং টকের একটি আদর্শ মিশ্রণ। নাশতার সঙ্গে বা খাবারের সঙ্গে খেতে পারবেন সহজেই। চলুন রেসিপিটি জেনে নিই।
শসার আচার
উপকার
১. ছোট আকারের ৫টি শসা
২. একটি বড় গাজর
৩. ১/২ কাপ লবণ
৪. তিন কাপ ভিনেগার।
৫. ১/২ চা চামচ গোলমরিচের গুঁড়া।
যেভাবে বানাবেন
১. প্রথমে শসা ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। পানি ভালো করে ঝরিয়ে মুছে নিন।
২. এবার শসাগুলো লম্বা লম্বা করে কেটে নিন।
৩. এরপর শসাগুলো একটি কাচের পাত্র নিয়ে তাতে শসাগুলো রাখুন। গাজরও কেটে একসঙ্গে রাখুন। এরপর লবণ ছড়িয়ে দিন এবং পানি দিয়ে দিন। সারা রাত রেখে দিন।
৪. পরদিন পানি ঝরিয়ে নিন। একটি পাত্রে পানি, গোলমরিচ, ভিনেগার এবং চিনি দিয়ে একটু ফুটিয়ে নিন।
৫. চুলা থেকে নামিয়ে ঠাণ্ডা করে কাচের জারে কেটে রাখা শসায় ঢেলে দিন। এভাবে মুখ আটকে রেখে দিন এবং পরিবেশন করুন।
সূত্র : এনডিটিভি ফুড
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।