জুমবাংলা ডেস্ক : বরিশালের বানারীপাড়া স্পোর্টিং ক্লাব এবার ‘অবিরাম সাইকেল চালানো’ প্রতিযোগিতার আয়োজন করে। ১৭ মার্চ বিকেল সাড়ে ৪টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বানারীপাড়া সরকারি মডেল ইউনিয়ন ইনস্টিটিউশন (পাইলট) স্কুল মাঠে ১৩০ জন প্রতিযোগীকে নিয়ে অবিরাম সাইকেল চালানো প্রতিযোগিতা শুরু হয়।
প্রধান অতিথি হিসেবে ব্যতিক্রমধর্মী এ প্রতিযোগিতার উদ্বোধন করেন বরিশাল-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি মো. শাহে আলম।
প্রধানমন্ত্রীর দেয়া ইউনিফর্ম ও স্কুল ব্যাগে ফের শুরু হলো স্বর্ণার স্কুল জীবন
অবিরাম সাইকেল চালানো প্রতিযোগিতায় বরিশাল শহর থেকে অংশগ্রহণকারী মেহেদী হাসান মিঠু টানা ৩৪ ঘণ্টা সাইকেল চালিয়ে চ্যাম্পিয়ন হন।
রানার-আপ হন উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের ধারালিয়া গ্রামের ইব্রাহিম তাফি। তিনি টানা ৩৩ ঘণ্টা সাইকেল চালান। তৃতীয় স্থান অধিকার করেন উপজেলার চাখার ইউনিয়নের ছোট চাউলাকাঠি গ্রামের সালমান। তিনি ৩০ ঘণ্টা ৫৪ মিনিট সাইকেল চালিয়ে নিজ ইচ্ছায় উঠে যান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।