স্পোর্টস ডেস্ক : চলতি বিপিএলে সবার আগে প্লে’অফ নিশ্চিত করেছিল সিলেট স্ট্রাইকার্স। এবার লিগ পর্বের শেষ ম্যাচ জিতে নিশ্চিত করলো প্রথম কোয়ালিফায়ারও। বুধবার (৮ ফেব্রুয়ারি) মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নামা খুলনাকে প্রথমে আটকে রাখে ১১৩ রানে। এরপর জাকির হাসান ও মুশফিকের ব্যাটে ভর করে ১৫ বল ও ৬ উইকেট হাতে রেখেই জয় তুলে নেয় সিলেট।
খুলনার দেয়া ১১৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দলীয় ১০ রানে দুই ওপেনারকে হারিয়ে চাপে পড়ে সিলেট। তবে শুরুর সেই চাপ সামলে ৯০ রানের দুর্দান্ত জুটি গড়েন তিন ও চার নম্বরে নামা জাকির হাসান এবং মুশফিকুর রহিম। শেষদিকে এই দুই ব্যাটার আউট হলেও রায়ান বার্ল ও গুলবাদিন নায়েব দলকে জয়ের বন্দরে নিয়ে যান।
এর আগে, টস জিতে ব্যাট করতে নেমে সুবিধা করতে পারেনি খুলনা টাইগার্স। তামিম ইকবালকে ছাড়া খেলতে নামা খুলনা ৩৫ রানেই ৪ উইকেট হারিয়ে বিপদে পড়ে।
সেই বিপদে খুলনার হয়ে হাল ধরেন মাহমুদুল হাসান জয়। এই ব্যাটারের ৪১ রানের ইনিংস ও শেষদিকে নাহিদুলের ১৭ বলে ২২ রানের ইনিংসে ভর করে ৮ উইকেটে ১১৩ রানেই থামে খুলনা।
সিলেট স্ট্রাইকার্সের পেসার তানজিম হাসান সাকিব ৪ ওভারে ২২ রান দিয়ে নেন ৩টি উইকেট। দুটি করে উইকেট নেন ইমাদ ওয়াসিম আর রুবেল হোসেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।