বিনোদন ডেস্ক : লিভারের অসুস্থতার জন্য দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন, তবে শেষরক্ষা হল না। মাত্র ৪৯-এ চলে গেলেন জনপ্রিয় ভারতের মালয়ালম অভিনেতা হরিশ পেঙ্গন। গত মঙ্গলবার কোচির এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থাতেই মৃত্যু হয় তাঁর।
জানা গেছে, চলতি মাসের শুরুর দিকে পেটে ব্যথার কারণে তাঁকে দেশটির কোচির অমরিতা ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সে ভর্তি করা হয়।
কিছু নির্দিষ্ট মেডিক্যাল পরীক্ষার পরে চিকিৎসকরা বলেন তাঁর লিভারের অবস্থা গুরুতর। চিকিৎসকরা অভিনেতা হরিশ পেঙ্গনকে একটি লিভার প্রতিস্থাপনের পরামর্শ দিয়েছিলেন। এক্ষত্রে অভিনেতার এক যমজ বোন দাতা হতে রাজিও হয়েছিল।
তবে লিভার প্রতিস্থাপনের জন্য অভিনেতার কাছে প্রয়োজনীয় অর্থ ছিল না।
তাই সম্প্রতি তাঁর অভিনয় দুনিয়ার সহকর্মীরা, বিশেষত অভিনেতা নন্দন উন্নি সোশ্যাল মিডিয়ায় একটি দীর্ঘ নোট লিখেছিলেন, যেখানে অভিনেতার চিকিৎসার জন্য সাহায্য চাওয়া হয়েছিল। তবে এরইমধ্যেই হরিশ পেঙ্গানের অবস্থার অবনতি ঘটে,মঙ্গলবার বিকেলে তিনি মারা যান। বুধবার কোচিতে তার শেষকৃত্য অনুষ্ঠিত হয়।
হরিশ পেঙ্গানের মৃত্যুর খবরে তাঁর সহ-অভিনেতা টোভিনো থমাস, যিনি ‘মিনাল মুরালি’তে হরিশ পেঙ্গনের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন, তিনি শেষ শ্রদ্ধা জানিয়ে লেখেন, ‘আপনার আত্মার শান্তি কামনা করি।
হরিশ পেঙ্গান একাধিক মালায়ালম ছবিতে সহ অভিনেতা হিসাবে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। যার মধ্যে রয়েছে ‘মহেশিন্তে প্রথিকারম’, ‘মিনাল মুরালি’, ‘জো অ্যান্ড জো’ ,‘শেফিকিন্তে সন্তোষম’, এবং ‘জয়া জয়া জয়া জয়া’ নামে ছবিগুলি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।