স্পোর্টস ডেস্ক : গত জুলাই মাসে আফগানিস্তানের বিপক্ষে চট্টগ্রামে ওয়ানডে সিরিজটিতে অধিনায়ক হিসেবেই শুরু করে ছিলেন তামিম ইকবাল। প্রথম ম্যাচের পরের দিন হঠাৎ করেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায়ের ঘোষণা দেন দেশ সেরা এই ওপেনার।
অভিমানী তামিমকে গণভবনে ডেকে তার সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে অবসরের সিদ্ধান্ত পরিবর্তন করেন তামিম। তিনি জানান, দেড় মাস পর পেশাদার ক্রিকেটে ফিরবেন।
পিঠের নিচের অংশের ব্যথা কমাতে দুই দফা ইংল্যান্ড থেকে ইনজেকশন নিয়ে ফিরে চলতি মাসের ৩ আগস্ট তামিম ওয়ানডে দলের নেতৃত্ব থেকে সরে দাঁড়ান। তার পরিবর্তে আসন্ন এশিয়া কাপ ও বিশ্বকাপে অধিনায়ক করা হয় সাকিব আল হাসানকে।
সাকিব আল হাসানের নেতৃত্বে রোববার দুপুরে শ্রীলংকার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে বাংলাদেশ দল। অক্টোবরে ভারতে বিশ্বকাপকে সামনে রেখে মিরপুরে ব্যাটিং অনুশীলন করে যাচ্ছেন তামিম।
এশিয়া কাপ খেলতে যাওয়ার আগে শনিবার মিরপুরে সংবাদ সম্মেলন করে বাংলাদেশ দল। এদিন ‘অবসর ভেঙে তামিমের ফেরা কতটা স্বস্তির’, এমন প্রশ্ন করা হয় অধিনায়ক সাকিবকে।
জবাবে সাকিব বলেন, যে কোনো অভিজ্ঞ ক্রিকেটারই দলের জন্য গুরুত্বপূর্ণ। দলে তারা কতটা অবদান রাখতে পারে, এটার ওপর অবশ্যই নির্ভর করে সবকিছু। তবে অবশ্যই অভিজ্ঞতার তো একটা দাম আছে এবং অভিজ্ঞ ক্রিকেটার দলে থাকলে কন্ডিশন সম্পর্কে কিংবা বড় বড় টুর্নামেন্ট সম্পর্কে যখন একজন ক্রিকেটারের অভিজ্ঞতা থাকে ও তা যখন ভাগাভাগি করে, জিনিসটা অনেক সহজ হয়ে যায়, বিশেষ করে যারা নতুন দলে আসে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।