আক্ষেপ নিয়ে মাঠ ছাড়লেন তামিম

তামিম ইকবাল

স্পোর্টস ডেস্ক : তামিমের বিদায়ের পর দলকে টেনে নিয়ে যাচ্ছেন নাজমুল হোসেন শান্ত ও এনামুল হক। লাঞ্চের আগে ২ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ৭৭ রান তুলতে পেরেছে বাংলাদেশ।
তামিম ইকবাল
৪ রানের জন্য অর্ধশতক মিস করলেন তামিম ইকবাল। দারুণ সব শট খেলে অর্ধশত রানের দিকে ছুটছিলেন তিনি। অথচ লাঞ্চের আগে আলজারি যোসেপের অফ স্ট্যাম্পের অনেক বাইরের বলে ব্যাট চালিয়ে ব্ল্যাকউডের হাতে ক্যাচ দিয়ে আউট হলেন তামিম।

এর আগে কেমার রোচের ওভারে দুইবার রিভিউ নিয়ে বাঁচলেও অভিষিক্ত অ্যান্ডারসন ফিলিপের দ্বিতীয় বলে বোল্ড হন মাহমুদুল হাসান জয়। ৩১ বলে ১০ রান করেন তিনি।

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশটস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
সেন্ট লুসিয়া টেস্ট টস জিতে বাংলাদেশ দলকে ব্যাট করতে আমন্ত্রণ জানান ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক। বাংলাদেশ সময় (২৪ জুন) রাত ৮টায় ম্যাচটি শুরু হয়। একাদশে দুটি পরিবর্তন আনা হয়েছে। দল থেকে বাদ পড়েছেন মুমিনুল হক। আর মুস্তাফিজুর রহমান বিশ্রামে আছেন। তাদের বদলি হিসেবে দলে জায়গা পেয়েছেন এনামুল হক বিজয় ও শরিফুল ইসলাম।

স্ত্রী-কন্যার সঙ্গে ছবি পোস্ট করে বিপাকে হাসান আলী