স্পোর্টস ডেস্ক: পুরো ফিট নন, তারপরও আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডে খেলছেন তামিম ইকবাল। গতকাল সংবাদ সম্মেলন এসে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক নিজ মুখেই বলে গেছেন এ কথা। তিনি জানিয়েছেন, চোটের অবস্থা বুঝতে এ ম্যাচ খেলবেন তিনি। ফলে তামিমের জন্য ম্যাচটি হয়ে গেছে ‘ফিটনেস টেস্ট’।
একে তো পুরোপুরি ফিট নন, তার ওপর সংবাদ সম্মেলনে সরাসরি এসব কথা বলা-তামিমের ওপর বেশ ক্ষুদ্ধই হয়েছেন বাংলাদেশ কোচ চন্ডিকা হাথুরুসিংহে। কোচের আরও বেশি ক্ষোভের কারণ, আন্তর্জাতিক ম্যাচকে তামিম ফিটনেস টেস্টের মঞ্চ বানানোয়। বিষয়টি জানাতে তাই বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনকে ফোন দেন হাথুরু। করেন চিল্লাচিল্লি।
নাজমুল হাসান পাপন তামিমের সংবাদ সম্মেলনে বলা কথার কিছুই জানতেন না। হাথুরুর মুখে প্রথম শোনেন বিষয়টি। যা শুনে মেজাজ বিগড়ে যায় পাপনেরও।
দেশের একটি জাতীয় দৈনিকে দেওয়া সাক্ষাৎকারে তাই ক্ষোভ উগড়ে দেন নাজমুল হাসান পাপন। তিনি বলেন, ‘এটি তো আর পাড়া-মহল্লার কোনো ম্যাচ নয়, আন্তর্জাতিক একটা ম্যাচ। এমন সিরিজের আগের দিন অধিনায়ক বলছে, সে ফিট না। কিন্তু খেলবে। খেলে নিজের ফিটনেস বোঝার চেষ্টা করবে। এটা তো পেশাদার কোনো আচরণ হতে পারে না। ’
অধিনায়কের কথায় অবাক পাপন আরও বলেন, ‘আমি ঠিক বুঝে উঠতে পারছি না, কোন দৃষ্টিভঙ্গি নিয়ে তামিম এমন কথা বলল। আমি কোচের সঙ্গে কথা বলেছি। কোচও এমন কোনো কিছুর সঙ্গে অভ্যস্ত নয়। সেও ক্ষুব্ধ। তামিমকে আসলে পরিষ্কার করে জানাতে হবে সে কী চায়। কোন পর্যায়ে আছে সে। দেখি আমি ম্যাচ দেখতে চট্টগ্রাম যাব। ’
পাপনকে ফোন দেওয়ার আগে হাথুরু প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুকে নিয়ে বসেছিলেন তামিমের সঙ্গে। সেখানে তার ভাবনা সম্পর্কে জানতে চাওয়া হলে, তামিম সরাসরি জানিয়ে দেন তিনি চোটের অবস্থা বোঝার জন্য প্রথম ম্যাচ খেলবেনই। এরপর হাথুরু ফোনে পুরো বিষয়টি পাপনকে জানান।
সেই ফোন কল নিয়ে পাপন বলেন, ‘তামিমের এমন কথা আমার মেজাজ খারাপ করে দিয়েছে। হাথু (হাথুরুসিংহে) আমাকে ফোন দিয়ে আধঘণ্টা চিল্লাচিল্লি করছে। এটা কি সে পাড়ার খেলা পেয়ে গেছে নাকি! যে আমি ফিট আছি কি-না, তা খেলে দেখব। হয় আপনি ফিট, নয়তো ফিট না। ডাক্তাররাও কিছু পাচ্ছে না তো!’
‘আমি তো আসলে জানি না যে ও এই কথা বলছে। আমাকে এটা কোচ বলেছে। আমাকে কিছুক্ষণ আগে কোচ ফোন করেছিল। তামিম ফিট নাকি ফিট, এটা নাকি খেলে দেখবে সে। আন্তর্জাতিক ম্যাচ কি এমন মনোভাব নিয়ে কেউ খেলতে নামে? এটা হয় নাকি! দেখি, কালকে মাঠে যাব এই জন্যই। আসলে ওর মনটাকে শক্ত করতে হবে। ওর ডিসিশান নিতে হবে ও আসলে কী চায়। খেলবো কি খেলব না, দেখি… এমন করেই যাচ্ছে। এর আগের ম্যাচেও তো তাই করেছে’, যোগ করেন বোর্ড সভাপতি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।