স্পোর্টস ডেস্ক : চোটে পড়া টাইগারদের সাবেক ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল জানিয়েছিলেন, বিসিবির চিকিৎসকদের গাফিলতিতে কোমরের ব্যথা ভালো হয়নি অভিজ্ঞ এই ক্রিকেটারের। পুরোনো ব্যথা ফিরে আসার জন্য ফিজিওর ভুল ব্যায়াম করানোকেও দায়ী করার চেষ্টা করেছিলেন তিনি। তামিমের সেই অভিযোগ তদন্তের মাধ্যমে ক্ষতিয়ে দেখা হবে বলে জানিয়েছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
রোববার (৬ আগস্ট) মিরপুরে বিসিবি মুখোমুখি হয়েছিল তামিম ইকবাল ও মেডিকেল টিমের। সব পক্ষের কথা শোনার পর মেডিকেল টিমের কোনো গাফিলতি খুঁজে পায়নি বিসিবি। উল্টো তামিম অভিযুক্ত হয়েছেন বিসিবি চিকিৎসকদের দেওয়া চোট পুনর্বাসনের ব্যায়াম না করে।
মঙ্গলবার (৮ আগস্ট) বোর্ডের জরুরি সভা শেষে সংবাদ সম্মেলনে তামিমের অভিযোগের ব্যাপারে কথা বলার প্রস্তুতি নিয়ে এসেছিলেন ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস। কিন্তু এ প্রসঙ্গে কোনো প্রশ্ন না হওয়ায় বিষয়টি নিয়ে তিনি আর কথা বলেননি।
বিসিবির জরুরি সেই বোর্ড সভায় উপস্থিত ছিলেন এমন একজন পরিচালক গণমাধ্যমকে বলেন, ‘বিষয়টি জালাল ভাইয়ের বলার কথা, কিন্তু তিনি কেনো বলেননি জানি না।
মেডিকেল টিম যে রিপোর্ট দিয়েছে, তাতে তামিমের গাফিলতি পাওয়া গেছে। জালাল ভাই মেডিকেল টিম ও তামিমের সঙ্গে সব রিপোর্ট নিয়ে আলাদা মিটিং করেছেন। সেখানে মেডিকেল টিম বলেছে তাকে যে ব্যায়াম দেওয়া হয়েছিল, তা এক দিনও করেনি। মঙ্গলবারই প্রথম সে ব্যায়াম করেছে।’
বোর্ডের একাধিক পরিচালক মনে করেন, বিসিবির চিকিৎসকদের বিরুদ্ধে প্রকাশ্যে অভিযোগ করা ঠিক হয়নি তামিমের। সূত্র : সমকাল
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।