স্পোর্টস ডেস্ক : চোখের জলে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন বাংলাদেশ দলপতি তামিম ইকবাল খান। হঠাৎ বৃহস্পতিবার দুপুর দেড়টায় চট্টগ্রামের হোটেল টাওয়ার ইনে সংবাদ সম্মেলন ডেকে অবসরের ঘোষণা দেন তামিম।
তার অবসর প্রসঙ্গে ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস গণমাধ্যমকে বলেন, ‘আমরা লাইভে তার সিদ্ধান্ত শুনেছি। তামিমের অবসরের সিদ্ধান্ত আমাদের কাছে অপ্রত্যাশিত। এটা শকিং নিউজ, খুবই প্রি-ম্যাচুউর সিদ্ধান্ত। সে আরও অন্তত দুই বছর খেলতে পারত। বোর্ড থেকে আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া জানানো হবে।’
এর আগে, অবসরের সিদ্ধান্ত জানাতে গিয়ে সংবাদ সম্মেলনে আবেগাপ্লুত হয়ে পড়েন তামিম, কথা বলতে গিয়ে চোখের পানি আটকে রাখতে পারেননি তিনি। এদিকে জানা যায়, অবসরের ঘোষণা দেয়ার আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে তামিমকে এখনই অবসর না নেয়ার অনুরোধ করা হয়। টাইগার অধিনায়ককে পরামর্শ দেয়া হয়েছিল আফগানিস্তানের বিপক্ষে সিরিজ খেলে বিশ্রাম নিয়ে বিশ্বকাপের জন্য প্রস্তুত হতে। তবে তামিম তার সিদ্ধান্তেই অটল ছিলেন এবং শেষ পর্যন্ত অবসরের ঘোষণা দেন।
তামিমের অবসরের বিষয়ে বিসিবির ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনুস গণমাধ্যমে বলেন, তামিম অবসর নিয়ে বিসিবিকে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। বোর্ডকে আনুষ্ঠানিকভাবে জানালে বিষয়টি নিয়ে কী করা যায় তারা দেখবেন।
তিনি আরও বলেন, সকালে আমি তার সঙ্গে কথা বলেছি। তাকে অবসর না নেয়ার অনুরোধ করেছি। বলেছি, তুমি এই সিদ্ধান্ত নিও না। দরকার হলে পরে চিন্তা করো। এই সিরিজটা খেলে বিশ্রামে যাও। ব্যথাটা (কোমরের ইনজুরি) ঠিক করো। এরপর বিশ্বকাপের জন্য রেডি হও।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।