টানা দ্বিতীয়বারের মতো ফিফার বর্ষসেরা গোলরক্ষক মার্টিনেজ

martinej

খেলাধুলা ডেস্ক : টানা দ্বিতীয়বারের মতো ফিফার বর্ষসেরা গোলরক্ষক নির্বাচিত হয়েছেন আর্জেন্টিনার এমিলিয়ানো মার্টিনেজ। গতবারের মতো এবারও আলবিসেলেস্তেদের হয়ে কোপা আমেরিকার শিরোপা জিতেছেন তিনি। এছাড়া গোল্ডেন গ্লাভস জেতার পাশাপাশি টুর্নামেন্টের সেরা একাদশেও ছিলেন মার্টিনেজ।

martinej

কাতারের দোহায় কাতারের রাজধানী দোহায় বিখ্যাত এস্পায়ার একাডেমিতে বসেছে এবারের দ্য বেস্ট ফিফা অ্যাওয়ার্ডস। ব্যালন ডি’অর থেকে আলাদা হওয়ার পর এটি ফিফা বর্ষসেরার নবম আসর।

এবারের ফিফা বর্ষসেরা পুরুষ খেলোয়াড় নির্বাচিত হয়েছেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র। আর পুরুষদের ফুটবলে সেরা কোচ হয়েছেন রিয়াল মাদ্রিদের কার্লো আনচেলত্তি।

১৩০ রানের টার্গেট দিলো টাইগাররা

সবমিলিয়ে ১১টি পুরস্কার নির্ধারণ করা হয়েছে ২১১টি ফিফা সদস্য দেশের অধিনায়ক ও কোচ, প্রত্যেক দেশ থেকে একজন করে বিশেষজ্ঞ সাংবাদিক এবং পপুলার ভোটের মাধ্যমে। গত ১০ ডিসেম্বর ভোটিং শেষ হয়েছে। ২০২৩ সালের ২১ আগস্ট থেকে ২০২৪ সালের ১০ আগস্ট পর্যন্ত সময়ের পারফরম্যান্স বিবেচনায় নিয়ে দেওয়া হয়েছে ফিফার পুরস্কারটি।