টানা চতুর্থবার জয় পেলেন ফিলিস্তিনি বংশোদ্ভূত নারী

Girls

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে টানা চতুর্থবারের মতো জয়ী হয়েছেন দেশটির আইনসভার একমাত্র ফিলিস্তিনি বংশোদ্ভূত মার্কিন সদস্য রাশিদা তায়েব। মিশিগান অঙ্গরাজ্যের ১২তম কংগ্রেশনাল ডিসট্রিক্ট থেকে জিতেছেন তিনি।

Girls

রাশিদা তায়েবের বিভিন্ন সময়ে করা মন্তব্যে তার প্রতিনিধি পরিষদের অনেক সহকর্মীই ক্ষুব্ধ হন। গত বছর রিপাবলিকান–নিয়ন্ত্রিত এ পরিষদ ইসরাইল-হামাস যুদ্ধ নিয়ে রাশিদার মন্তব্যের নিন্দা জানিয়ে ভোট দেয়।

রাশিদা যে ডিসট্রিক্ট থেকে জিতেছেন, সেখানে বড়সংখ্যক আরব–মার্কিন জনগোষ্ঠীর বসবাস। ফিলিস্তিনের গাজায় স্বাধীনতাকামী সংগঠন হামাসের বিরুদ্ধে ইসরাইলের চলমান যুদ্ধের ঘোর বিরোধী তিনি। তার অভিযোগ, গাজায় গণহত্যা চালাচ্ছে ইসরাইল।

তবে রাশিদা তায়েবের বিভিন্ন সময়ে করা মন্তব্যে তার প্রতিনিধি পরিষদের অনেক সহকর্মীই ক্ষুব্ধ হন। গত বছর রিপাবলিকান–নিয়ন্ত্রিত এ পরিষদ ইসরাইল–হামাস যুদ্ধ নিয়ে রাশিদার মন্তব্যের নিন্দা জানিয়ে ভোট দেয়।

শীতের আগমনে বাড়ছে লেপ-তোশকের কদর

রাশিদা বলেন, তার সমালোচনা ছিল ইসরাইলের সরকার ও প্রধানমন্ত্রী নেতানিয়াহুর নেতৃত্বের বিরুদ্ধে। সেইসঙ্গে তিনি অঙ্গীকার করেন, ইসরাইলি আগ্রাসন নিয়ে তিনি চুপ থাকবেন না।