ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে টাঙ্গাইলের দুটি সংসদীয় আসনে বিএনপি প্রার্থী ও জামায়াতে ইসলামী নেতাকর্মীদের আর্থিক জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২৮ জানুয়ারি) রাতে পৃথক অভিযানে এসব জরিমানা আদায় করা হয়।

প্রশাসন সূত্রে জানা যায়, টাঙ্গাইল-৮ (বাসাইল–সখীপুর) আসনে বিএনপির প্রার্থী আহমেদ আযম খানের কর্মী-সমর্থকরা সখীপুর উপজেলার কালিয়া ইউনিয়নের উত্তর আড়াইপাড়া এলাকায় নির্বাচনী প্রচারণা উপলক্ষে পথসভার আয়োজন করেন।
এ সময় সেখানে রান্না করে গণভোজের প্রস্তুতি নেওয়া হয়। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে অভিযান চালায়। পরে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে বিএনপি প্রার্থী আহমেদ আযম খানকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামছুন্নাহার শীলা জানান, নির্বাচনী বিধি লঙ্ঘনের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।
অন্যদিকে টাঙ্গাইল-৬ (নাগরপুর–দেলদুয়ার) আসনে জামায়াতে ইসলামী কর্মীরা নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে খিচুড়ি ভোজের আয়োজন করেন। বুধবার রাতে দেলদুয়ার উপজেলার দুল্যা বাজার এলাকায় এ আয়োজন করা হলে ভ্রাম্যমাণ আদালত সেখানে অভিযান পরিচালনা করে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মোহাইমিনুল ইসলামের নেতৃত্বে অভিযানে জামায়াতের নেতাকর্মীদের ২০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে জব্দ করা খিচুড়ি স্থানীয় একটি এতিমখানায় বিতরণের নির্দেশ দেওয়া হয়।
এর আগে মঙ্গলবার একই ধরনের অভিযোগে স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীরকে ২০ হাজার টাকা জরিমানা করেছিলেন ভ্রাম্যমাণ আদালত।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


