বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সবাইকে নিয়ে বাংলাদেশকে গড়ে তুলতে চান এবং তার ভেতরে কোনো হিংসা নেই বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।

শনিবার (২৫ অক্টোবর) জিয়া মঞ্চের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর পল্টনে আয়োজিত আলোচনাসভায় এ মন্তব্য করেন তিনি।
রিজভী বলেন, ‘তারেক রহমান চান সবাইকে নিয়ে বাংলাদেশ গড়তে, তার মধ্যে কোনো হিংসা নেই। খালেদা জিয়া যাতে মানসিক ও শারীরিকভাবে দাঁড়াতে না পারেন সে জন্য বিগত সরকার সব ধরনের অত্যাচার করেছে।
খালেদা জিয়াকে কারাগারের মধ্যে পয়জনিং করেছে কি না, সেই প্রশ্ন ওঠে।’
একটা রাজনৈতিক দল জান্নাতে নিয়ে যাওয়ার কথা বলে ভোট চেয়ে প্রতারণা করছে বলেও তিনি জানান।
রিজভী বলেন, ‘শেখ হাসিনা ভারতের সহযোগিতায় দেশের মধ্যে নাশকতা করছে কি না, এটা সন্দেহ তৈরি হচ্ছে, তবে শেখ হাসিনার নির্দেশেই দেশে এত নাশকতা হচ্ছে।’
তিনি আরো বলেন, ‘অনেকে গায়ের জোরে অনেক কিছু করার চেষ্টা চলছে, যা দোসরদের মতো আচরণ।
মানুষ গায়ের জোর পছন্দ করে না, জনগণের রায় নিয়েই আইন প্রণয়ন করতে হবে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



