জুমবাংলা ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা ও তার পরিবারের সদস্যদের বিব্রত করতে লন্ডন থেকে মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করে গভীর ষড়যন্ত্র করা হচ্ছে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান।
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় ফতুল্লার হরিহরপাড়া এলাকায় ইউনাইটেড ক্লাব অডিটোরিয়ামে দলীয় কর্মিসভায় তিনি এ মন্তব্য করেন।
লন্ডনে পলাতক তারেক রহমানের এত বিদেশি অর্থের উৎস নিয়ে প্রশ্ন তুলে বিস্ময় প্রকাশ করে সংসদ সদস্য শামীম ওসমান বলেন, ‘মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করা হচ্ছে। আমার অবাক লাগে লন্ডনে বসে খুনি এত টাকা কোথা থেকে পাচ্ছে, আমরা জানি না। এ টাকা খরচ করা হচ্ছে দুইটি কারণে। প্রথমত তাদের পরিকল্পনা হচ্ছে জাতির পিতার কন্যা আমার নেত্রীকে হত্যা করা। দ্বিতীয়ত জাতির পিতার পরিবারের সদস্য সজীব ওয়াজেদ জয়, সায়মা ওয়াজেদ পুতুল এবং আমার মাতৃতুল্য ছোট বোন শেখ রেহানাকে হয়রানি করতে ওরা একটা প্ল্যান করছে। আমি যেটা জানি, ওরা এই দুইটি ষড়যন্ত্র বাস্তবায়ন করতে মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করছে।’
পদ্মা সেতু নিয়ে বিএনপি-জামায়াত ও বিদেশিদের ষড়যন্ত্রের কথা উল্লেখ করে শামীম ওসমান বলেন, ‘ঠিক পদ্মা সেতু নিয়ে যেভাবে ওরা আমার নেত্রী ও তার পরিবারের প্রতি দুর্নীতির আঙুল তুলেছিল, এবারও সেই ধরনের পরিকল্পনা করছে। তখন বিশ্ব ব্যাংকসহ বিশ্ব মোড়লরা খেলা খেলেছিল। কিন্তু কানাডার আদালতে প্রমাণ হয়েছে পদ্মা সেতু নিয়ে কোনো দুর্নীতি হয়নি। ওদের মুখে চুনকালি পড়ে গেছে। এরপর লজ্জায় ওদের আর কথা বলা উচিত নয়। বাঙালি জাতি প্রমাণ করেছে তোদের সাহায্য আমাদের দরকার নাই। আমরা নিজেরাই পদ্মা সেতু করতে পারি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই পদ্মা সেতু করে দেখিয়েছে।’
শামীম ওসমান বলেন, ‘ওরা এখন গুজবের জগতে আছে। ঠিক একইভাবে গুজব ছড়াবে। পদ্মা সেতু নিয়ে ষড়যন্ত্রের মতো নানাভাবে গুজব ছড়িয়ে শেখ হাসিনাকে দুর্বল করতে বিএনপি-জামায়াত বিদেশি ডলার খরচ করছে। কিন্তু তারা জানে না শেখ হাসিনা আল্লাহর একটা দান। তিনি মাথা নিচু করতে দুনিয়াতে আসেন নাই। তিনি জাতির পিতার কন্যা।’
তিনি বলেন, ‘আমরা তার পেছনে আছি। আমার বিশ্বাস, পদ্মা সেতু বানচাল করতে বিএনপি-জামায়াত ষড়যন্ত্র করে যেভাবে ব্যর্থ হয়েছিল, এবারও শেখ হাসিনা ও বাংলাদেশকে নিয়ে তাদের ষড়যন্ত্র ব্যর্থ হবে। ইনশাল্লাহ ষড়যন্ত্র করে তারা সফল হতে পারবে না। ওদের গেইম নাইনটি পার্সেন্ট শেষ। কিচ্ছু করতে পারবে না। কিছু করার ক্ষমতা ওদের নাই। ইনশাল্লাহ আগামী ৭ জানুয়ারি আল্লাহর হুকুমে শেখ হাসিনা মিনিমাম ২২০-২৩০ টা সিটের সংখ্যাগরিষ্ঠতা নিয়ে প্রধানমন্ত্রী নির্বাচিত হবেন। আপনারা নিশ্চিত থাকেন।’
আগুন-সন্ত্রাস বন্ধ করতে বিএনপি-জাময়াতের প্রতি হুঁশিয়ারি দিয়ে শামীম ওসমান বলেন, ‘২০১৪ সালে ছাড় দিয়েছি। এইবার আর কাউকে ছাড় দেয়া হবে না। সবাইকে আদালতের কাঠগড়ায় দাঁড় করানো হবে।’
বর্তমান আওয়ামী লীগ সরকারের আমলে নিজের নির্বাচনী এলাকায় নানা উন্নয়নের কথা তুলে দিয়ে শামীম ওসমান জানান, আগামীতে আবারও নির্বাচিত হলে নারায়ণগঞ্জকে রোল মডেলে পরিণত করবেন। মেট্রোরেলকে নারায়ণগঞ্জের সঙ্গে যুক্ত করা হবে বলেও আশ্বাস দেন তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।