স্পোর্টস ডেস্ক : আফগানিস্তানকে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছিল বাংলাদেশ। এরপর টানা চার ম্যাচে হেরে সেমিফাইনালে খেলার স্বপ্ন প্রায় শেষ টাইগারদের। তবে এখনো শেষ চারে খেলা সম্ভব বলে মনে করছেন টাইগার পেসার তাসকিন আহমেদ।
সেমিফাইনালে খেলার প্রসঙ্গ উঠলে তাসকিন বললেন, ‘আশা এখনো শেষ হয়নি। এখনো ৪ ম্যাচ আছে এবং আমরা যদি এই ৪ ম্যাচ জিততে পারি, তাহলে যেকোনো কিছুই ঘটতে পারে। কারণ, রানরেটের হিসাব আছে। ইংল্যান্ড দল আফগানিস্তান ও শ্রীলঙ্কার কাছে হেরেছে। তাই আমরা ৪টি ম্যাচ জিততে পারলে দৃশ্যপট পাল্টেও যেতে পারে। কিন্তু এখন আমরা ম্যাচ ধরে ধরে এগোতে চাই।’
তাসকিন বলেন, ‘আশা অনুযায়ী তো বোলিং-ব্যাটিং দুটোই হয়নি। আশা করছি যে কালকে আমাদের সেরাটা দিয়ে যেসব জায়গায় ভুল হয়েছে ওগুলোতে উন্নতি করা। মূল লক্ষ্য এখন তো জেতার কোনো বিকল্প নেই। নিজেদের সেরাটা দিয়ে জেতাটা মূল লক্ষ্য। যেসব জায়গায় ভালো হয়নি, সেসব জায়গায় ১০-১৫ শতাংশ উন্নতি করলে হয়তো জেতার সুযোগটা আসবে।’
সংবাদ সম্মেলনে কিছুটা অভিমান নিয়ে তাসকিন বলেন, ‘যখন খারাপ হয়, তখন আমাদের এই ১৫ জনেরই সব নিতে হয়। ওটা তো আমরা নিচ্ছি আগের মতোই। সব চাপ নিচ্ছি সমস্যা নাই। আবার যখন ভালো হবে, সবাই মিলে উদযাপন করবো।’
কলকাতায় ইডেন গার্ডেনে শনিবার নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।