স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের পেস ইউনিটের প্রাণভোমরা তাসকিন আহমেদ। আট বছর আগে লাল সবুজ জার্সিতে অভিষেক হলেও, ইনজুরির কারণে ক্যারিয়ারটা খুব একটা রাঙাতে পারছেন না এ ক্রিকেটার। চোটের কারণে গত ডিসেম্বর খেলতে পারেননি ভারতের বিপক্ষে সিরিজের প্রথম দুই ওয়ানডে। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসরে মাঠে নামার আগে তিনি আক্ষেপ করে জানিয়েছেন, প্রাকৃতিকভাবেই বাংলাদেশিদের ফিটনেস ঘাটতি থাকায় চোটকে সঙ্গী করে চলতে হচ্ছে তাকে। দক্ষিণ আফ্রিকা বা ক্যারিবীয় অঞ্চলের হলে আরও ভালো অবস্থানে থাকতেন তিনি।
একদিন পরেই মাঠে গড়াবে দেশের ক্রিকেটের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ বিপিএল। এবারের আসরে তাসকিন মাঠ মাতাবেন ঢাকা ডমিনেটর্সের হয়ে। তার আগে পারফরম্যান্সে দ্যুতি ছড়াতে অনুশীলনে ঘাম ঝরাচ্ছেন এ পেসার। চোট কাটিয়ে ভারতের বিপক্ষে শেষ ওয়ানডে ও টেস্ট সিরিজে ফেরা তাসকিন আপাতত আছেন ফিট। তবে এক মাসের এ টুর্নামেন্টে নিজেকে কতটা ফিট রাখতে পারবেন সেটা নিয়ে শঙ্কা থেকেই যাচ্ছে।
২০১৪ সালে জাতীয় দলে অভিষেকের পর থেকেই চোটকে সঙ্গী করে চলছেন তাসকিন। ৮ বছরের বেশি সময় জাতীয় দলে তিন ফরম্যাট মিলিয়ে খেলেছেন মাত্র ১১০ ম্যাচ। নিজেকে ফিট রাখতে কম চেষ্টা করছেন না এ পেসার। তবে প্রাকৃতিক কারণেই বার বার ইনজুরিতে পড়তে হচ্ছে বলে তার ধারণা।
বুধবার (০৪ জানুয়ারি) তাসকিন বলেন, ‘যেহেতু আমি ন্যাচারালি বিল্ড না, এটার (চোটের) মনে হয় না কোনো শেষ আছে। আমি সাউথ আফ্রিকান বা ক্যারিবিয়ানদের মতো ন্যাচারালি বিল্ড হলে হয়তো আরেকটু ভালো অবস্থানে থাকতাম।’
মাশরাফী পরবর্তী সময়ে তাসকিনকে টাইগারদের পেস ইউনিটের নেতা হিসেবে বিবেচনা করা হয়। তবে ফিটনেস এবং পারফরম্যান্স ধরে রাখতে না পারলে তারকা হয়ে জাতীয় দল থেকে হারিয়ে যেতে পারেন যে কোনো সময়। তাই পরিশ্রমের বিকল্প দেখছেন না তিনি।
এ বিষয়ে তাসকিন বলেন, ‘আমাদের ফাস্ট বোলিং ইউনিটের সবাই মোটামুটি অভিজ্ঞ। এখন চ্যালেঞ্জ হবে আরও উন্নতি করে পরবর্তী ধাপে যাওয়া। কারণ সবাই বুঝে গেছে কার কোথায় শক্তির জায়গা। তাই পরবর্তী ধাপে যেতে আরও পরিশ্রম করতে হবে।’
আগামী ৭ জানুয়ারি খুলনা টাইগার্সের বিপক্ষে ম্যাচ দিয়ে বিপিএল অভিযান শুরু করবে তাসকিনের ঢাকা ডমিনেটর্স।
মেসিকে ‘গার্ড অব অনার’ দিয়ে বরণ করল পিএসজি, ছিলেন না এমবাপ্পে(ভিডিওসহ)
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।