বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : গাড়ির দুনিয়ায় একটি জনপ্রিয় নাম হল টাটা মোটরস্। একাধিক ভ্যারিয়েন্ট ও মডেল নিয়ে গ্রাহকদের চমকে দিতে টাটা কোনোবারই ব্যর্থ হয়নি। এবার আরেকটি মডেল নিয়ে হাজির হল সংস্থা। আর সেটি হল Tata Punch CNG।
জানা যাচ্ছে, গাড়িটি চলবে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস দ্বারা। এতদিন পেট্রোল চালিত গাড়ি হলেও সম্প্রতি এটি সিএনজি ভ্যারিয়েন্টে লঞ্চ করেছে। পিউর, অ্যাডভেঞ্চার এবং অ্যাকমপ্লিশড তিনটি ভ্যারিয়েন্ট আনা হয়েছে পেট্রোল চালিত গাড়িতে।
তবে এবার জেনে নেওয়া যাক ইঞ্জিন ও স্পেসিফিকেশন সম্পর্কে। গাড়িতে রয়েছে ১.২ লিটার ৩ সিলিন্ডার ইঞ্জিন যা ৮৬ হর্সপাওয়ার ও ১১৩ এনএম টর্ক উৎপন্ন করে। সঙ্গে রয়েছে ৫ স্পীড গিয়ারবক্স। গাড়িটি ইচ্ছে মতন সিএনজি মোড করা যাবে। এর জন্য দু’টি সিলিন্ডার রয়েছে যার ক্ষমতা ৬০ লিটার। এই গাড়িতে মালপত্র রাখারও জায়গা রয়েছে। গ্রাহকদের সুবিধার কথা মাথায় রেখেই এভাবে তৈরি করা হয়েছে গাড়িটি।
গাড়ির সামনে রয়েছে Punch iCNG লোগো। গাড়িটির টপ ভ্যারিয়েন্টে রয়েছে ৭ ইঞ্চি টাচস্ক্রীন, অ্যাপেল কারপ্লে, ডিজিটাল ড্রাইভার ডিসপ্লে, অ্যান্ড্রয়েড অটো ইত্যাদি রয়েছে। গাড়ির ডিজাইনে বিশেষ পরিবর্তন আনা হয়নি৷ প্রোজেক্টর অটোমেটিক হেডল্যাম, অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোল, ইঞ্জিন স্টার্ট-স্টপ বাটন সহ আরও একাধিক সুবিধা রয়েছে।
তবে জেনে নেওয়া যাক এই গাড়িটির দাম সম্পর্কে। পিউর ভ্যারিয়েন্টের দাম ৭.১০ লক্ষ টাকা, অ্যাডভেঞ্চারের দাম ৭.৮৫ লক্ষ টাকা, অ্যাডভেঞ্চার রিদমের দাম ৮.২০ লক্ষ টাকা এবং অ্যাকমপ্লিশডের দাম ৮.৮৫ লক্ষ টাকা। এছাড়া টপ-স্পেক ভেরিয়েন্ট অ্যাকমপ্লিশড ড্যাজেল এস মডেলের দাম ৯.৬৮ লক্ষ টাকা।
Get the latest Zoom Bangla News first — Follow us on Google News, Twitter, Facebook, Telegram and subscribe to our YouTube channel.