টিসিবির পণ্য আত্মসাৎ, বিএনপির কমিটি বিলুপ্ত

Nata

জুমবাংলা ডেস্ক : ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য চাল-ডাল ও তেলসহ যৌথবাহিনীর কাছে আটক হওয়া নেত্রকোনার কেন্দুয়া উপজেলার পাইকুড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হাসেম ভূঁইয়াকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এ ঘটনার জেরে মানব বন্ধন করায় ওই ইউনিয়ন কমিটিও বিলুপ্ত করেছে বিএনপি। আজ মঙ্গলবার কেন্দুয়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন এ তথ্য নিশ্চিত করেন।

Nata

গত বৃহস্পতিবার ৩ অক্টোবর টিসিবির পণ্য প্রতারণা করে কৌশলে নিয়ে গিয়ে আত্মসাৎ করার উদ্দেশ্যে নিজ বাড়িতে মজুত রাখার অভিযোগে আবুল হাসেম ভূঁইয়াকে আটক করা হয়।

ওই দিন কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানিয়েছিলেন, প্রভাব খাটিয়ে চাল, ডাল-তেলসহ টিসিবির পণ্য নিজের বাড়িতে বেআইনিভাবে মজুত করে রেখেছিলেন বিএনপি নেতা আবুল হাসেম ভূঁইয়া। তাঁর বাড়ি থেকে টিসিবির ১৮০ কেজি চাল, ৭০ কেজি মসুর ডাল ও ৭২ লিটার সয়াবিন তেল জব্দ করা হয়। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।

পরদিন ৪ অক্টোবর আবুল হাসেম ভূঁইয়াকে দল থেকে অব্যাহতি দিয়ে ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবুল সালামকে ভারপ্রাপ্ত সভাপতি করা হয়। এর জেরে গত ৯ অক্টোবর বাড়লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়কে পাইকুড়া ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা ইউনিয়ন বিএনপির ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালন করে। তাঁদের দাবি, পাইকুড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আবুল হাসেম ভূঁইয়ার বিরুদ্ধে প্রতিহিংসা ও ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দেওয়া হয়েছে। এই মামলা প্রত্যাহার এবং তার নিঃশর্ত মুক্তির দাবি করা হয় মানব বন্ধনে।

ছেলেদের তুলনায় নারীদের পকেট কেন এত ছোট হয়

এ প্রসঙ্গে কেন্দুয়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ভূঁইয়া বলেন, দলের নাম ভাঙিয়ে কেউ অন্যায় করলে তাঁকে প্রশ্রয় দেওয়া হবে না। বিএনপির নেতা-কর্মীদের কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত থাকার প্রমাণ পাওয়া গেলে সঙ্গে সঙ্গে দল ধেকে বহিষ্কার করা হবে।