সুয়েব রানা, সিলেট : সিলেটের গোয়াইনঘাট উপজেলার ফতেপুর ইউনিয়নের বড়নগর বস্তিতে চা শ্রমিক গঙ্গেশ্বর সিং এর বাড়ি দখলের অপচেষ্টায় হামলা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা আনুমানিক সাতটায় হামলার ঘটনা ঘটে। হামলার কিছুক্ষণ পর গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ সার্কেল এসপি সাইদুল ইসলাম ও গোয়াইনঘাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুইজনকে আটক করে। আটককৃত দুইজনের বাড়ী সুনামগঞ্জ।
এছাড়া হামলার ঘটনায় গঙ্গেশ্বর সিং এর পরিবারের চারজন আহত হয়ে গোয়াইনঘাট হাসপাতালে ভর্তি রয়েছেন।
স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা যায়,গঙ্গেশ্বরের পূর্বপুরুষরা জেলা পরিষদের ডিসি খতিয়ানের জায়গায় বসবাস করে আসছেন।সেই হিসাবে গঙ্গেশ্বর ও তার পরিবার এই জায়গায় বসবাসসহ ভোগ দখল করিতেছে। জকিগঞ্জের যুক্তরাজ্য প্রবাসী আকতার হোসেন নামে এক ব্যক্তি এই জায়গা সরকারের কাছ থেকে লিজ নিয়েছেন এবং দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এদিকে গঙ্গেশ্বর এর পরিবার লিজ বাতিল করতে হাইকোর্ট একটি রিট করেন। যে মামলাটি বর্তমানে আদালতে চলমান রয়েছে। প্রবাসী আকতার হোসেন কোনভাবে দখল করতে না পারায় গতকাল রাতে তার লোকজন দলবল নিয়ে দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে গঙ্গেশ্বর এর বাড়িতে হামলা ও পরিবারের লোকজনকে মারধর করে এবং তাদেরকে বাড়ি থেকে বাহির করে দেয়। খবর পেয়ে উপজেলা ও থানা প্রশাসন এসে গঙ্গেস্বরের পরিবারকে নিরাপত্তা দিয়ে বাড়িতে আশ্রয় করে দেন এবং পুনরায় যাতে হামলাকারীরা হামলা না করতে পারে দুইজন গ্রাম পুলিশ দিয়ে বাড়ি পাহারা ব্যবস্থা করেন।
শুক্রবার ২৮ ফ্রেব্রয়ারী সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী সরেজমিনে গঙ্গেশ্বর এর বাড়ি পরিদর্শন করেন এবং আহতদের দেখতে গোয়াইনঘাট হাসপাতালে যান। তিনি বলেন, হামলার ঘটনার পর উপজেলা ও থানা প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা দেওয়া হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে এই নিরাপত্তা ব্যবস্থা অব্যাহত থাকবে।
গোয়াইনঘাট থানার ওসি তদন্ত এস এম মামুন হাসান রিপন দুইজন আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, মামলা প্রক্রিয়াধীন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।