সিলেটে আন্দোলনরত চা-শ্রমিকদের পরিবারে খাদ্যসহায়তা পৌঁছে দিল প্রশাসন

Tea

সুয়েব রানা, সিলেট : সিলেটের ১ হাজার ২০০ চা-শ্রমিক পরিবারে খাদ্যসহায়তা তুলে দিয়েছে জেলা প্রশাসন ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শের মাহবুব মুরাদ। ৭ নভেম্বর বৃহস্পতিবার বিকেলে লাক্কাতুরা চা-বাগানে।

Tea

কর্মকর্তা মুহম্মদ হিরণ মাহমুদ, টুকেরবাজার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. সফিকুর রহমান, লাক্কাতুরা চা-বাগানের ব্যবস্থাপক আক্তার সহিদ, বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়ন সিলেট ভ্যালি কার্যকরী পরিষদের সভাপতি রাজু গোয়ালা উপস্থিত ছিলেন।

স্থানীয় প্রশাসন জানায়, প্রত্যেক চা-শ্রমিক পরিবারে আজ ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ২ কেজি আলু, ১ কেজি পেঁয়াজ, ১ কেজি লবণ ও আধা লিটার সয়াবিন তেল দেওয়া হয়েছে। প্রায় ১১ লাখ টাকার ত্রাণসামগ্রী চা-শ্রমিক পরিবারের সদস্যদের মধ্যে দেওয়া হয়েছে। এর আগে গত ২৪ অক্টোবর প্রতিটি পরিবারকে ২০ কেজি করে ২৪ মেট্রিক টন চাল দেওয়া হয়।

ফেলে দেওয়া সাবান যেভাবে কাজে লাগাবেন

এ ব্যাপারে ইউএনও খোশনূর রুবাইয়াৎ প্রথম আলোকে জানান, চা-শ্রমিকদের খাদ্যসংকট নিরসনে সিলেটের জেলা প্রশাসক মানবিক উদ্যোগ থেকেই এমন কর্মসূচি নিয়েছেন। এরই অংশ হিসেবে প্রতিটি চা-শ্রমিক পরিবারে খাদ্যসহায়তা দেওয়া হয়েছে।