স্পোর্টস ডেস্ক: শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজে ঘরের মাঠে স্পোর্টিং উইকেটে খেলানোর পরামর্শ ক্রিকেট বিশ্লেষকদের। আর এমন উইকেটে স্বাভাবিকভাবে দায়িত্বটা বেড়ে যাবে টাইগার পেসারদের। কিন্তু সিরিজ শুরু হওয়ার আগেই দুঃসংবাদ পেল বাংলাদেশ। হাতের আঙুলের চোটে মাঠ থেকে ছিটকে গেছেন পেসার এবাদত হোসেন। এর আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে ইনজুরিতে পড়ে ইতোমধ্যে মাঠের বাইরে আছেন দুই টাইগার পেসার তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ (ডিপিএল) বৃহস্পতিবার (২১ এপ্রিল) মিরপুরে মুখোমুখি হয় শেখ জামাল ক্রিকেট ক্লাব ও রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব। এ ম্যাচে শেখ জামালের হয়ে খেলতে নেমে হাতের আঙুলে গুরুতর চোট পেয়েছেন পেসার এবাদত হোসেন। এতে ডিপিএলের চলতি আসর শেষ হয়ে গেছে টাইগার পেসারের সেটা প্রায় নিশ্চিত। তবে শঙ্কা আছে আসন্ন শ্রীলঙ্কা সিরিজে তার খেলা নিয়েও।
শেখ জামালের ফিজিও সজিবুল ইসলাম এবাদতের ইনজুরি নিয়ে গণমাধ্যমকে বলেন, ‘এবাদত বোলিং করার সময় নিজের বলে ফিল্ডিং করতে গিয়ে হাতে চোট পেয়েছেন। তাকে মাঠ থেকে সরাসরি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। এখন বিষয়টি আর ক্লাবের হাতে নেই। বিসিবির মেডিকেল বিভাগ বিষয়টি দেখছে।’
এদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেন, ‘ডান হাতের দুই আঙুলের মাঝখানে ফেটে গেছে। এভারকেয়ারে পাঠানো হয়েছে। ডাক্তার দেখার পর কয়টা সেলাই লাগবে সেটা জানাবে। তার ওপর নির্ভর করবে কবে মাঠে ফিরবে। আপাতত এক সপ্তাহ সময় লাগতে পারে।’
বাংলাদেশের টেস্ট ক্রিকেটে সাম্প্রতিক সময়ে এবাদত হোসেন খুবই কার্যকরী ফাস্ট বোলার হিসেবে অবতীর্ণ হয়েছেন। বিশেষ করে নিউজিল্যান্ডের মাটিতে স্বাগতিক ব্যাটারদের পরাস্ত করে বাংলাদেশকে ঐতিহাসিক জয় এনে দিতে ভূমিকা রাখায় তার প্রতি আস্থা বেড়েছে নির্বাচক প্যানেলেরও। দিন কয়েক আগে দক্ষিণ আফ্রিকার মাটিতেও তার বোলিংয়ের ধারটা ছিল বেশ তীব্র।
কিন্তু শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের আগে তার চোটে পড়া টাইগার ক্রিকেটের জন্যই বড় দুঃসংবাদ। বিশেষ করে তাসকিন, শরিফুলরাও ইনজুরিতে পড়ে মাঠের বাইরে আছেন। এদিকে মুস্তাফিজও সাদা পোশাকে খেলার ব্যাপারে অনাগ্রহের কথা প্রকাশ করেছেন–এমন গুঞ্জনও শোনা যাচ্ছে।
দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে মে-র প্রথম সপ্তাহে বাংলাদেশে আসবে লঙ্কান টেস্ট দল। প্রথম টেস্ট চট্টগ্রামে, দ্বিতীয় ম্যাচ মিরপুরে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।