স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের ফাইনালে এসে ব্যাটিং ব্যর্থতার মুখে পড়েছে ভারত। অস্ট্রেলিয়ার বোলারের দাপটে ভারতের কোনো ব্যাটারই বড় রান করতে পারেননি। বিরাট কোহলি ফিফটি করার পরেই আউট হন।
রোহিত শর্মা তিন রানের জন্যে ফিফটি করতে পারেননি। ম্যাচের পর সাজঘরে দুই ক্রিকেটারেরই হতাশ মুখ ধরা পড়েছে। অনেকের দাবি, কোহলি নাকি সাজঘরে কেঁদেছেন।
অস্ট্রেলিয়ার বোলারদের বিরুদ্ধে ভারতের শুরুটা খুবই ভাল হয়। পরিকল্পনা মতোই আগ্রাসী শুরু করেন রোহিত। অস্ট্রেলিয়ার বোলারদের তুলে তুলে মারতে থাকেন তিনি। কিন্তু উল্টো দিকে শুভমান গিল মাত্র চার রানে ফিরে যান।
কোহলি নেমেও স্বস্তিতে থাকতে পারেননি। রোহিত একটি খারাপ শট খেলে ৪৭ রানে আউট হয়ে যান। কভারে তার দুর্দান্ত ক্যাচ ধরেন ট্রেভিস হেড। আউট হয়ে হতাশ হয়ে পড়েন ভারতের অধিনায়ক। কোনোভাবেই তিনি এই আউট মেনে নিতে পারেননি।
কোহলি এবং রাহুল পরের দিকে নেমে ধীরেসুস্থে খেলতে থাকেন। কোনো রকম ঝুঁকির রাস্তায় হাঁটেননি তারা। একটা সময়ে দীর্ঘক্ষণ ভারতের কোনো বাউন্ডারি হয়নি। খুচরো রান নিতে নিতেই ফিফটি করে ফেলেন কোহলি।
এরপরেই প্যাট কামিন্সের একটি শর্ট বল আটকাতে চেয়েছিলেন। কিন্তু ব্যাটের ঠিক জায়গায় লাগেনি। বল পিচে পড়ে উইকেট ভেঙে দেয়। আউট হওয়ার পরে বেশ কিছু ক্ষণ ক্রিজে হতাশ হয়ে দাঁড়িয়ে থাকেন কোহলি। তিনি ভাবতেই পারেননি এভাবে আউট হতে পারেন।
কোনোমতে সাজঘরে নিয়ে যান কোহলি। তারপরেই সাজঘরের একাধিক ছবি সোশ্যাল মিডিয়ায় ভেসে ওঠে। সেখানে হতাশায় রোহিতকে কপালে হাত দিয়ে বসে থাকতে দেখা যায়। কোহলির চোখটাও ছলোছলো ছিল। তবে কাঁদছেন কি না, স্পষ্ট বোঝা যায়নি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।