এবার টেকনিক্যাল স্কুল-কলেজও বন্ধ ঘোষণা

জুমবাংলা ডেস্ক : তীব্র গরমের কারণে বৃহস্পতিবার মাধ্যমিক বিদ্যালয় ও দাখিল স্তরের মাদরাসা বন্ধ ঘোষণা করেছে সরকার। এবার সব টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ক্লাসও বন্ধ ঘোষণা করা হয়েছে।

বুধবার এ সংক্রান্ত আদেশ জারি করেছে কারিগরি শিক্ষা অধিদফতর।

বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে আদেশে কিছু বলা হয়নি। সাধারণত সরকারিগুলো বন্ধ হলে বেসরকারি প্রতিষ্ঠানও ছুটি ঘোষণা করে।

অধিদফতরের ভোকেশনাল শাখার পরিচালক মো. সালাহউদ্দিন আহাম্মদ স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, তাপপ্রবাহের সতর্কবার্তার কারণে দেশের সব সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ ৮ জুন বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষদের সিদ্ধান্ত বাস্তবায়নে ব্যবস্থা গ্রহণ করতে বলেছে কারিগরি শিক্ষা অধিদফতর।

এর আগে, তীব্র তাপপ্রবাহের কারণে বৃহস্পতিবার মাধ্যমিক বিদ্যালয় ও মাদরাসার ক্লাস ও পরীক্ষা বন্ধ ঘোষণা করা হয়।

এইচএসসি পরীক্ষা শুরুর সম্ভাব্য তারিখ ঘোষণা