বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ টেলিগ্রাম Telegram তাদের নতুন আপডেটে বেশকিছু ফিচার যুক্ত করেছে। শেয়ার্ড মিডিয়া স্ক্রলের সঙ্গে সঙ্গে গ্রুপ ও চ্যানেলের রিকুয়েস্টে জয়েন, ইনভাইট লিঙ্ক, আইওএস (iOS)-এ গ্লোবাল চ্যাট থিমের মধ্যে অন্যতম। আজকের আয়োজনে এসব আপডেট নিয়ে বিস্তারিত লিখেছেন- তানভীর তানিম
হাইপার-স্পিড স্ক্রলিং : অন্যান্য মেসেজিং অ্যাপের মতো টেলিগ্রাম Telegram এ শেয়ার্ড মিডিয়া নামক একটি পেজ রয়েছে। যেখানে ব্যবহারকারীর আদান-প্রদান করা অসংখ্য ফটো, ভিডিও, ফাইল এবং ভয়েজ মেসেজ সংরক্ষিত থাকে। তাই স্ক্রলিং প্রক্রিয়া দ্রুত এবং সহজ করতে টেলিগ্রাম Telegram তাদের এ আপডেট পেজের সঙ্গে একটি তারিখ-বার যুক্ত করেছে। যার মাধ্যমে আপনি আপনার শেয়ার করা মিডিয়া দ্রুত স্ক্রোল করতে অর্থাৎ ওপরে এবং নিচে টেনে উঠাতে পারবেন। এ ছাড়া জুম ইন এবং আউট করে মিডিয়া ফাইল আরও কাছ থেকে ভালোভাবে দেখা যাবে। এভাবে আপনি প্রতি সারিতে দুটি বড় থাম্বনেল থেকে এক ডজন ছোট স্কোয়ার সাইজের ছবি দেখতে পারবেন।
শেয়ারকৃত মিডিয়ায় ক্যালেন্ডার : মিডিয়া ফাইল দ্রুত খুঁজে পেতে মিডিয়া প্রিভিউসহ একটি ক্যালেন্ডার ইন্টারফেস চালু করতে তারিখ-বারে আলতো করে চাপ দিন। এরপর সেই নির্দিষ্ট তারিখের সব মিডিয়া দেখতে আরেকবার ক্লিক করুন।
গ্রুপ এবং চ্যানেলের রিকোয়েস্ট জয়েন : ইনভাইট লিঙ্ক ফিচারটি ব্যবহারকারীকে তাদের সুবিধামতো সময়ে গ্রুপ বা চ্যানেলে যোগদান করার সুবিধা দেয়। আপনি যখন চ্যাটের জন্য অ্যাডিশনাল ইনভাইট লিঙ্ক তৈরি করেন, তখন অ্যাডমিন রিকুয়েস্ট, অ্যাডমিন এপ্রুভাল সেটিংয়ের মাধ্যমে সেটি নিয়ন্ত্রণ করতে পারে; কে এ লিংকে যোগ দিতে বা চ্যাট করতে সক্ষম আর কে সক্ষম না।
আমন্ত্রণ লিঙ্কের অনন্য নাম : অ্যাডমিন এপ্রুভাল ‘অ্যাডিশনাল ইনভাইট লিঙ্ক’-এর যে কোনো লিঙ্কে ব্যবহার করা যেতে পারে। শুধু তাই নয়, সেসব লিঙ্কগুলোর সঙ্গে অনন্য নামও এখন যোগ করা সম্ভব। এতে আপনি লিংকগুলোকে লেবেলিং করে আরও ভালোভাবে সাজিয়ে গুছিয়ে রাখতে পারবেন।
iOS-এ গ্লোবাল চ্যাট থিম : সর্বশেষ আপডেটে টেলিগ্রাম Telegram আটটি নতুন থিম প্রবর্তন করেছে, যা আপনি পৃথক পৃথক চ্যাটের ক্ষেত্রে সেট করতে পারবেন। থিমগুলো মূলত iOS ডিভাইসের জন্য প্রস্তুত। এ ছাড়া এপিয়ারেন্স সেটিংসকে সম্পূর্ণ নতুনভাবে ডিজাইন করে একদম কেন্দ্রস্থলে স্থান দেওয়া হয়েছে। টেলিগ্রাম Telegram টিম দ্বারা নির্মিত, প্রতিটি থিমে একটি ডে এন্ড নাইট মোড, রঙিন অ্যানিমেটেড ব্যাকগ্রাউন্ড এবং গ্রেডিয়েন্ট মেসেজ বাবলস রয়েছে।
আইওএস (iOS)-এর জন্য ইনস্ট্যান্ট মিডিয়া ক্যাপশন : নতুন আপডেটে আপনি যখন কোনো মিডিয়া ফাইল সংযুক্ত করবেন, তখন বার্তা বারে স্বয়ংক্রিয়ভাবে একটি ক্যাপশন চলে আসবে। তাই আপনি যা লিখেছেন তা পুনরায় টাইপ বা কাট এবং পেস্ট করতে হবে না। এটি ক্লাউড ড্রাফটের সঙ্গেও কাজ করে।
আরও ইন্টারেক্টিভ ইমোজি : এ আপডেটে নতুন নতুন ইন্টারেক্টিভ ইমোজি নিয়ে কাজ করেছে টেলিগ্রাম Telegram। বিষয়টি পরখ করে দেখতে, যে কারও ইনবক্সে একটি একক ইমোজি পাঠান, তারপর ইমোজির ফুলস্ক্রিন ইফেক্ট আনতে এর ওপর ট্যাপ করুন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।