স্ত্রী-প্রেমিকায় ধরে টানাটানি! প্রাণ বাঁচাতে ট্রাফিক কন্ট্রোল রুমে আশ্রয় যুবকের

আন্তর্জাতিক ডেস্ক : ধুন্ধুমার কাণ্ড! একদিকে ছেলে কোলে স্ত্রী, অন্য দিকে প্রেমিকা। দু’জনের টানাটানিতে ‘ছেড়ে দে মা কেঁদে বাঁচি অবস্থা’ রাজগঞ্জের যুবক হাসান মহম্মদের। নিজেকে বাঁচাতে ট্রাফিক কন্ট্রোল রুমে গিয়ে আশ্রয় নিলেন তিনি। কিন্তু তাতেও মুক্তি মেলেনি। সেখানে এসেও স্ত্রী ও প্রেমিকা তীব্র বচসা শুরু করেন। অবশেষে পুলিশ তিনজনকে আটক করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

একটি অশান্তির ঘটনায় কয়েক দিনের জন্য জেলে ছিলেন হাসান। শনিবার জলপাইগুড়ি সেন্ট্রাল জেল থেকে রাস্তার বের হতেই এক সঙ্গে হাজির স্ত্রী ও প্রেমিকা। সন্তান কোলে স্ত্রীর দাবি তাঁর সঙ্গে বাড়ি যেতে হবে। অন্য দিকে প্রেমিকার দাবি তাঁর সঙ্গে যেতে হবে হাসানকে। শুরু হয় দু’জনের মধ্যে বচসা। হাসানকে ধরে শুরু হয় টানাটানি। কোনও মতে দু’জনের হাত ছাড়িয়ে তিনি পুলিশ কন্ট্রোল রুমে গা ঢাকা দেওয়ার চেষ্টা করেন।

কিন্তু সেখানেও হাজির হন দু’জনে। দু’পক্ষের তুমুল বচসায় রাস্তায় লোক জমতে থাকে। কর্তব্যরত ট্রাফিক পুলিশরা স্থানীয় থানায় খবর দেন। থানা থেকে পুলিশ এসে তিন জনকে আটক করে। কোতোয়ালি থানার আইসি অর্ঘ্য সরকার বলেন, ‘‘তিন জনকে থানায় রাখা হয়েছে। তিন জনের বক্তব্য শোনা হচ্ছে।’’

ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের পদত্যাগ