যে কারণে নিউজিল্যান্ড ছাড়ছেন লাখো মানুষ

আন্তর্জাতিক ডেস্ক : নিত্যপণ্যের চড়া দাম ও জীবনযাত্রার উচ্চ খরচের কারণে নিউজিল্যান্ড ছেড়ে অস্ট্রেলিয়ায় পাড়ি জমাচ্ছেন দেশটির লাখো বাসিন্দা। সাম্প্রতিক প্রকাশিত এক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত এক বছরে রেকর্ড সংখ্যক মানুষ নিউজিল্যান্ডে ছেড়ে অন্যত্র চলে গেছে। ব্রিটিশ প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

নিউজিল্যান্ডেরের ইন্টারন্যাশনাল মাইগ্রেশন ডাটার তথ্য অনুযায়ী চলতি বছর এপ্রিল পর্যন্ত গত ১২ মাসে ১ লাখ ৩০ হাজার অভিবাসী দেশ ছেড়ে চলে গেছেন। তাদের মধ্যে ৮১ হাজার ২০০ জন দেশটির নাগরিক যা আগের বছরের চেয়ে ৪১ শতাংশ বেশি। এর আগে ২০১২ সালে সর্বোচ্চ ৭২ হাজার ৪০০ জন নাগরিক দেশ ছেড়েছিলেন।

এই সময়ে নিউজিল্যান্ডে নতুন নাগরিক এসেছে ২৪ হাজার ৮০০ জন। ফলে বছরে ৫৬ হাজার ৫০০ নাগরিক হারাচ্ছে দেশটি। নাগরিক ছাড়া নিউজিল্যান্ডে বসবাস শুরু করা মানুষের সংখ্যা ১ লাখ ৫৪ হাজার ৯০০ জন। তাদের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক মানুষ ভারত থেকে গেছেন। এরপরই রয়েছে ফিলিপাইন ও চীন।

আজ বুধবার প্রকাশিত প্রতিবেদনে আরও দেখা যায় ২০২৩ সালের সেপ্টেম্বর পর্যন্ত বিদেশে পাড়ি জমানো নাগরিকদের মধ্যে ৫৩ শতাংশই প্রতিবেশী দেশ অস্ট্রেলিয়ায় প্রবেশ করেছে।

বিগত বছরগুলোতে নিউজিল্যান্ডের সদ্য স্নাতক ও তরুণ পেশাজীবীরা দেশ ছাড়তে চাচ্ছেন। মূলত চাকরির অভাব ও জীবনযাত্রার ব্যয় অত্যন্ত বেশি হওয়ায় তারা দেশের বাইরে বসতি গড়তে চাচ্ছেন।

প্রকাশিত প্রতিবেদনে নির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করা হয়নি। তবে সামগ্রিক প্রবণতা স্পষ্ট হয়েছে।

স্ট্যাট নিউজিল্যান্ড এর পপুলেশন ইন্ডিকেটর ম্যানেজার তেহসিন ইসলাম বলেন, ‘এত মানুষের দেশত্যাগ আসলে বেশি কিছু কারণে হচ্ছে। এর মধ্যে অর্থনৈতিক বিষয় ও শ্রমবাজারও রয়েছে। ’

ইনফোমেট্রিকসের প্রধান অর্থনীতিবিদন ব্র্যাড ওলসেন বলেছেন, ‘তরুণরা বিদেশে যাচ্ছে অভিজ্ঞতার জন্য কারণ দেশে বিগত বছরগুলোতে পরিস্থিতি খুব ইতিবাচক নয়। তাদের অর্ধেকই যাচ্ছে অস্ট্রেলিয়া। কারণ সেখানকার কোম্পানিগুলো নিউজিল্যান্ডের কর্মীদের জন্য ভালো সুযোগ দিচ্ছে।’