স্পোর্টস ডেস্ক : চন্ডিকা হাথুরুসিংহে জাতীয় দলের হেড কোচ হিসেবে আসার পর জাতীয় দলে ফেরার স্বপ্ন বুনতে শুরু করেন সৌম্য সরকার। বিষয়টি অতি স্বাভাবিক। কেননা হাথুরুর যে অতি প্রিয় পাত্র সৌম্য। দলের দায়িত্ব নিয়েই বাঁহাতি এই ব্যাটারকে তিনি ডেকে আনেন জাতীয় দলের অনুশীলনে। নিজে দাঁড়িয়ে থেকে দেন তাকে দিক নির্দেশনা।
জাতীয় দল থেকে ছিটকে যাওয়া সৌম্যকে দ্বিতীয় জীবন দেন হাথুরু। জায়গা করে দেন ইমার্জিং এশিয়া কাপের দলে। সেখানে তাক লাগানো পারফরম্যান্স দেখাতে না পারলেও মোটামুটি পারফরম্যান্স দেখিয়েছিলেন এই বাঁহাতি। আসন্ন এশিয়া কাপে লঙ্কান কোচ তাকে নিয়ে বাজি ধরতেই পারতেন।
ইমার্জিং এশিয়া কাপ খেলে আসার পর ক্রিকেটপাড়ায় গুঞ্জন ওঠে এশিয়া কাপে জাতীয় দলের নম্বর সেভেন হিসেবে আসতে যাচ্ছেন বাঁহাতি এই ব্যাটার।
কিন্তু শেষ পর্যন্ত সেটি হয়ে ওঠেনি। তাকে বাদ দিয়েই এশিয়া কাপের ১৭ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আলোচনার তুঙ্গে থাকলেও সৌম্যকে দলে না নেয়ার পেছনে কারণ দেখিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। এশিয়া কাপের পরিকল্পনাতেই বাঁহাতি এই ব্যাটার ছিলেন না বলে জানান তিনি।
নান্নু বলেন, ‘সৌম্য সরকারের আন্তর্জাতিক ক্রিকেটে যথেষ্ট অভিজ্ঞতা আছে। ইমার্জিং কাপে আমরা দেখেছিলাম, কারণ ঘরোয়া ক্রিকেটটা তার যথেষ্ট খারাপ গিয়েছে। এজন্য ফিরে আসতে পারে কি না। কিন্তু এশিয়া কাপে ওকে নিয়ে কোনো আলোচনাই করিনি।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।