স্পোর্টস ডেস্ক : কিলিয়ান এমবাপ্পে ও রিয়াল মাদ্রিদ যেন এক বিন্দুতে মিলিত হতে পারছে না। দীর্ঘদিনের গুঞ্জন যেন শেষই হচ্ছে না। চলতি মৌসুম শুরুর আগেই গুঞ্জন উঠেছিল রিয়ালে চলে আসছেন এমবাপ্পে। কিন্তু শেষ পর্যন্ত তা আর হয়ে ওঠেনি।
আগামী জুনে পিএসজির সঙ্গে এমবাপ্পের চুক্তি শেষ হবে। তবে গত ১ জানুয়ারি থেকেই নতুন কোনো দলের সঙ্গে চুক্তি সেরে ফেলতে বাধা নেই তার। কিন্তু এখনো নতুন ক্লাব বা রিয়াল মাদ্রিদে যোগ দেওয়া ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেননি ফরাসি এই ফরোয়ার্ড। বরং এর আগে বেশ কয়েকবার বলেছেন, পিএসজিতে ভালোই আছেন তিনি।
গতকাল লিগ ওয়ানে লরিয়ের বিপক্ষে ৫-১ গোলের বড় জয় পেয়েছে পিএসজি। জোড়া গোল এবং তিন অ্যাসিস্ট করে ম্যাচের নায়ক কিলিয়ান এমবাপ্পে। ম্যাচ শেষে নিজের বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে কথা বলেছেন তিনি, ‘ক্যারিয়ারে নতুন করে কিছু ভাবার বিষয় পেয়েছি। আমি আগেও বলেছি, এটা সহজ সিদ্ধান্ত নয়। আমার কাছে মানুষগুলোর সঙ্গে আলোচনা করে সেরা সিদ্ধান্তটা নেওয়ার চেষ্টা করছি। সেরা সিদ্ধান্ত নিতে আমি সময় নিচ্ছি। যদি আমি সিদ্ধান্ত নিয়ে ফেলতাম তবে আমি ঘোষণা করতাম। পিএসজিতে থাকা কি সম্ভব? হ্যাঁ, অবশ্যই। ‘
চলতি মৌসুমে পিএসজির হয়ে সব প্রতিযোগিতা মিলে ৩৮ ম্যাচে ২৮ গোল করেছেন ২৩ বছর বয়সী এই ফুটবলার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।