যে কারণে তাসকিনের ছাড়পত্র মেলেনি, জানাল বিসিবি

তাসকিন আহমেদ

স্পোর্টস ডেস্ক : চলতি বছরে কাউন্টি দল ইয়র্কশায়ার, গেল বছরে পিএসএল ও আইপিএলে খেলার সুযোগ ছিল তাসকিন আহমেদের। কিন্তু জাতীয় দলের ব্যস্ত সূচির কারণে তা হয়ে ওঠেনি। প্রতিবারই সুযোগ পায়ে ঠেলতে হয়েছে। শুধু তিন ম্যাচের জন্য পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি ‘মুলতান’ টাইগার স্পিডস্টারকে চেয়েছিল, কিন্তু তাতেও ‘না’ বলেছিলেন লাল-সবুজের পেস ইউনিটের অন্যতম সেরা এই তারকা।

তাসকিন আহমেদ

তবে এবার জিম আফ্রো টি-টেন লিগে খেলতে গিয়েছেন তিনি। দাপটও দেখাচ্ছেন সেখানে। জিম আফ্রো টি-টেন লিগের পর এবার শ্রীলঙ্কার লিগে ডাক পেয়েছিলেন ডানহাতি এই পেসার। লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) আসন্ন আসরে ডাম্বুলা অরার হয়ে খেলার জন্য ডাক পান তিনি। তবে লঙ্কান লিগে খেলতে যাওয়া হচ্ছে না গতিময় পেসার তাসকিনের। তাসকিনকে ছাড়পত্র দিচ্ছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিসিবির দাবি, তাসকিন কিছুটা ইনজুরিপ্রবণ। সে (তাসকিন) দলের সেরা পেসার। এশিয়া কাপ ও বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টে তাকে ফিট চায় টিম ম্যানেজমেন্ট। সেজন্য তাকে ছাড়পত্র দেওয়া হচ্ছে না।

এদিকে লঙ্কান লিগে না খেলতে পারলেও তাকে ক্ষতিপূরণ দেবে বিসিবি। সূত্র জানিয়েছে, লঙ্কান লিগে খেললে তাসকিন প্রায় ৭০ লাখ টাকার মতো পেতে পারতেন। তবে বিসিবি তাকে কত টাকা ক্ষতিপূরণ দেবে, তা জানা যায়নি।

এবার তাসকিনকে লঙ্কান লিগে ছাড়পত্র না দেওয়ার কারণ জানিয়েছেন বিসিবির সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজন। তার (সুজন) দাবি, এলপিএলে তাসকিনের বিষয়টা বিবেচনাধীন আছে। ক্রিকেটে তার সাম্প্রতিক অংশগ্রহণ ও ওয়ার্কলোড বিবেচনা করে বিষয়টিকে আমরা ভিন্নভাবে চিন্তা করছি।

বৃহস্পতিবার (২৭ জুলাই) মিরপুরে গণমাধ্যমে এই দাবি করেন তিনি।

এ সময় তিনি বলেন, আপনারা জানেন যে এর আগে আমাদের একটা পলিসি ছিল সর্বোচ্চ দুটা ফ্র্যাঞ্চাইজি লিগে আমরা অনুমতি দেব। কিন্তু এখন যেভাবে ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি লিগগুলো বাড়ছে, তাতে ওয়ার্কলোডটাকে বিবেচনা করছি। টুর্নামেন্টের সংখ্যার চেয়ে ওয়ার্কলোডকেই বেশি বিবেচনা করছি। আন্তর্জাতিক ক্রিকেট ও ফ্র্যাঞ্চাইজি লিগ খেলার জন্য যে ওয়ার্কলোড প্রয়োজন সবকিছু বিবেচনা করে, পাশাপাশি ভবিষ্যৎ সূচিও আরেকটা বিবেচনার বিষয়। সব আমলে নিয়েই অনাপত্তিপত্র দেওয়া হচ্ছে।

এদিকে এলপিএলের আসন্ন আসরে খেলার জন্য ডাক পেয়েছেন সাকিব আল হাসান, মোহাম্মদ মিঠুন, শরিফুল ইসলাম ও তাওহিদ হৃদয়। সাকিব-মিঠুন খেলবেন গলে টাইটানসের হয়ে, হৃদয়কে দলে ভিড়িয়েছে জাফনা কিংস।

কপিল শর্মার শো ছেড়ে সুনীল গ্রোভারের এ কী হাল!

টুর্নামেন্টে খেলার জন্য সাকিব-মিঠুন বেশ আগেই ছাড়পত্র পেয়েছেন। বুধবার (২৬ জুলাই) কলম্বোর উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন মিঠুন আর কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগ শেষ করে দলের সঙ্গে যোগ দেবেন সাকিব। আর কয়েক ম্যাচের জন্য ছাড় পাচ্ছেন তাওহিদ হৃদয়-শরিফুল ইসলামরা।